পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mohd Zubair Gets Bail: পাতিয়ালা হাউস কোর্টে জামিন মঞ্জুর হলেও আপাতত হেফাজতেই জুবের - Mohd Zubair Gets Bail

একটি মামলায় দিল্লির পাতিয়ালা হাউস আদালতে জামিন পেলেন অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের (Delhi court grants bail to Mohd Zubair in objectionable tweet case) ৷ কিন্তু যেহেতু তাঁর নামে অন্য মামলাগুলি এখনও চলছে, তাই বিচারবিভাগীয় হেফাজতে এখনও থাকতে হবে ফ্যাক্টচেকার-কে ৷

Mohd Zubair Gets Bail
পাতিয়ালা হাউস কোর্টে জামিন মঞ্জুর হলেও আপাতত হেফাজতেই জুবের

By

Published : Jul 15, 2022, 3:45 PM IST

Updated : Jul 15, 2022, 5:00 PM IST

নয়াদিল্লি, 15 জুলাই: পুরনো টুইট সংক্রান্ত একাধিক মামলা চলছে তাঁর নামে ৷ তার মধ্যেই একটি মামলায় দিল্লির পাতিয়ালা হাউস আদালতে জামিন পেলেন অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের (Delhi court grants bail to Mohd Zubair in objectionable tweet case) ৷ কিন্তু যেহেতু তাঁর নামে অন্য মামলাগুলি এখনও চলছে, তাই বিচারবিভাগীয় হেফাজতে এখনও থাকতে হবে ফ্যাক্টচেকার-কে ৷

2018 পুরনো এক টুইটে নির্দিষ্ট একটি ধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগে দিল্লি, সীতাপুর, হাথরস এবং লখিমপুর খেরিতে চারটি ভিন্ন মামলা দায়ের হয় মহম্মদ জুবেরে নামে ৷ এর মধ্যে গত শুক্রবার সীতাপুর পুলিশের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে সাময়িক স্বস্তি পেয়েছিলেন অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা ৷ একাধিক শর্তসাপেক্ষে পাঁচদিনের অন্তর্বর্তীকালীন জামিন মিলেছিল তাঁর ৷ অতঃপর এদিন দিল্লি পুলিশের দায়ের করা মামলাতেও জামিন পেলেন এই ফ্যাক্টচেকার ৷

একাধিক হিন্দু ধর্মগুরুকে নিশানা করে জুবের একটি টুইট করেছিলেন চারবছর আগে ৷ টুইটে ধর্মগুরুদের 'ঘৃণা ছড়ানো'-র জন্য দায়ী করেছিলেন অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা ৷ তারই পরিপ্রেক্ষিতে হিন্দু শের সেনার জেলা সভাপতি অভিযোগ দায়ের করেন জুবেরের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: সাময়িক স্বস্তি! সুপ্রিম কোর্টে মাত্র 5 দিনের অন্তর্বর্তী জামিন মহম্মদ জুবেরের

প্রাথমিকভাবে ভারতীয় সংবিধানের 153 এবং 295এ ধারায় অভিযুক্ত করা হয় মহম্মদ জুবেরকে ৷ অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মোট 7টি অভিযোগ দায়ের করা হয় ৷ এর মধ্যে উত্তরপ্রদেশে দায়ের হয় 6টি মামলা ৷ একটি মামলা দায়ের হয় দিল্লিতে ৷ তার মধ্যে দিল্লি, এবং সীতাপুরের মামলায় জামিন পেলেও হাথরস এবং লখিমপুর খেরির মামলায় জামিন না-পাওয়া পর্যন্ত হেফাজতেই থাকতে হবে তাঁকে ৷

Last Updated : Jul 15, 2022, 5:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details