নয়াদিল্লি, 23 নভেম্বর: বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল দিল্লির তিস হাজারি আদালত (FIR Agaisnt Sambit Patra) ৷ গত ফেব্রুয়ারি মাসে কৃষক ইস্যুতে দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিকৃত ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এই নির্দেশ দিয়েছে দিল্লির আদালত ৷
আম আদমি পার্টির মুখপাত্র অতিসি মারলেনা তিস হাজারি কোর্টে এ নিয়ে মামলা করেছিলেন ৷ সেই মামলার শুনানিতে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ঋষভ কাপুর দিল্লি পুলিশকে সম্বিত পাত্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন (FIR Agaisnt Sambit Patra Over Fake Video) ৷ আপ মুখপাত্রের করা মামলায় উল্লেখ করা হয়েছে, কৃষক আন্দোলন নিয়ে ভুয়ো ভিডিয়ো প্রকাশ করে আম আদমি পার্টির সুপ্রিমোর ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করেছেন সম্বিত পাত্রা (Sambit Patra Posts Fake Video of Arvind Kejriwal) ৷ ওই ভিডিয়ো সামাজিক অস্থিরতাও তৈরির কারণ হতে পারে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে ৷