নয়াদিল্লি, 19 এপ্রিল: কোভিড নিয়ম না-মানার জন্য দিল্লির এক দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ ৷ সপ্তাহান্তের লকডাউন লঙ্ঘন করেও পুলিশের সঙ্গে প্রবল দুর্ব্যবহার করেন ওই দম্পতি ৷ গাড়ির ভেতরে মাস্ক পরতে নারাজ তাঁরা ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় ওই মহিলাকে এক পুলিশকর্মীকে বলতে শোনা গিয়েছে, "আমি আমার স্বামীকে চুম্বন করব ৷ আপনি আমাকে আটকাতে পারবেন ?"
দিল্লির দরিয়াগঞ্জ এলাকার ঘটনা ৷ রবিবার বিকেল 4টে নাগাদ ওই দম্পতির গাড়ি আটকায় পুলিশ ৷ তখন ওই ব্যক্তি বলেন, "আপনি আমার গাড়ি আটকালেন কেন ? আমি আমার স্ত্রীর সঙ্গে আমার গাড়ির ভেতরে আছি ৷" পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করলেও তাদের সঙ্গে রূঢ়ভাবে তর্ক করে যান ওই দম্পতি ৷ পুলিশকর্মী সম্প্রতি হাইকোর্টের একটি রায়ের কথাও জানান দম্পতিকে ৷ সেই রায়ে বলা হয়েছে, গাড়ির মধ্যে একজন বসে থাকলেও তাঁকে মাস্ক পরতে হবে ৷