পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাবালিকাকে খুন করে দেহ বিছানার বাক্সে লুকিয়ে রাখার অভিযোগ, গ্রেপ্তার মামা - ধর্ষণের চেষ্টার পর খুন করে দেহ লুকিয়ে রাখল মামা-মামি

বিহারের একটি বাসস্ট্যান্ড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ৷ এরপর তাকে ট্রানজ়িট রিমান্ডে দিল্লিতে আনা হয় ও আদালতে তোলা হয় ৷

Delhi Couple Kills Niece , Keeps Body In Box
ধর্ষণের চেষ্টার পর খুন করে দেহ লুকিয়ে রাখল মামা-মামি

By

Published : Nov 3, 2020, 9:22 AM IST

দিল্লি, 3 নভেম্বর : নাবালিকাকে খুনের অভিযোগ উঠল তার মামা ও মামির বিরুদ্ধে ৷ তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিল মামা। তার জেরেই এই খুন বলে অভিযোগ। দিল্লির উত্তর-পূর্ব এলাকার ঘটনা ৷ ওই নাবালিকাকে খুন করে খাটের বাক্সে দেহ লুকিয়ে রাখে তার মামা ৷ পুলিশ জানিয়েছে, ওই নাবালিকা তার মামা ও মামির সঙ্গে থাকত ৷ মামারবাড়িতে থেকেই পড়াশোনা করত ৷ 23 অক্টোবর থেকে ওই মেয়েটি নিখোঁজ ছিল ৷ গতকাল ওই নাবালিকার পচাগলা দেহ ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ৷

ওই নাবালিকার মামি রাস্তায় ভিক্ষা করে ৷ সে ভিক্ষা করে বাড়ি ফিরে রাত 12 টা 30 নাগাদ মেয়েটিকে দেখতে না পেরে তার খোঁজ করে ৷ তখন অভিযুক্ত মামা জানায়, সে মেয়েটিকে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে একটি অনাথ আশ্রমে রেখে এসেছে ৷ এরপর তদন্ত করে পুলিশ জানতে পারে, 23 তারিখ ওই নামের কোনও মেয়েকে অনাথ আশ্রমে রাখা হয়নি ৷ এরপর তদন্ত চলাকালীন পলাতক হয়ে যায় অভিযুক্ত ৷ এরপরই তার উপর সন্দেহ হয় পুলিশের ৷ জানান উত্তর-পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বেদ প্রকাশ সূর্য ৷

পুলিশ সূত্রে খবর, বিহারের একটি বাসস্ট্যান্ড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ৷ এরপর তাকে ট্রানজ়িট রিমান্ডে দিল্লিতে আনা হয় ও আদালতে তোলা হয় ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে এক মাস আগে ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায় ৷ কিন্তু সে রাজি হয়নি ৷ সে তার মামিকে বিষয়টি জানায় ৷ এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয় ৷ এরপর তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতে চায় তার মামি ৷ কিন্তু তার পড়াশোনার জন্য ওই নাবালিকা নিজেই সেখানে থাকতে চায় ৷ এনিয়ে অনেকবার ঝামেলাও হয় তাদের মধ্যে ৷ এরপর অভিযুক্তর স্ত্রী রাগেরবশে মেয়েটিকে মেরে ফেলতে বলে ৷ 23 অক্টোবর লোহার রড দিয়ে মাথায় মেরে খুন করে মেয়েটিকে ৷ এরপর দেহটি কম্বলে জড়িয়ে খাটের বাক্সে লুকিয়ে রাখে ৷ এরপর দু'জনে মিলে ঘরে পড়ে থাকা রক্ত মুছে সাফ করে ৷ তারা মৃতদেহটি সরিয়ে ফেলতে চেয়েছিল ৷ কিন্তু , সেই সুযোগ পায়নি ৷

পুলিশের তদন্ত অন্যদিকে ঘোরানোর জন্য অভিযুক্ত বিহারে পালিয়ে গিয়েছিল ৷

For All Latest Updates

TAGGED:

DELHI

ABOUT THE AUTHOR

...view details