নয়াদিল্লি, 10 জানুয়ারি: সাতসকালে ক্রমাগত কেঁদে চলেছে এক শিশু ৷ ঘরের দরজা ও জানালা বন্ধ ৷ দীর্ঘক্ষণ ধরে শিশুর কান্না শুনে সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ তাঁরা প্রথমে বাইরে থেকে শিশুর মা-বাবাকে ডাকেন ৷ কিন্তু সাড়া পাওয়া যায় না ৷ এর পর খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ গিয়ে দরজা ভাঙতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর ছবি ৷ ঘরে ঢুকে পুলিশ দেখতে পায় যে ঘর ধোঁয়ায় ভরতি হয়ে আছে ৷ ধোঁয়ার কারণে অসুস্থ বোধ করায় শিশুটি কাঁদছে ৷ ঘরেই অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তার মা-বাবা ৷
বুধবার সকালে এমনই ঘটনা ঘটেছে রাজধানী নয়াদিল্লির দ্বারকা এলাকায় ৷ পুলিশ সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ হাসপাতালে চিকিৎসকরা ওই দম্পতিকে মৃত বলে ঘোষণা করেন ৷ মাসদুয়েকের ওই শিশু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷
দ্বারকা সেক্টর-23 র পোচনপুর গ্রামের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে ওই দম্পতির নাম মানব ও নেহা ৷ তাঁরা আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ দিল্লিতে শ্রমিকের কাজ করতেন ৷ সেই কারণে পোচনপুরে ঘর ভাড়া নিয়ে থাকতেন ৷ বুধবার সকালে সেই ভাড়ার ঘর থেকে উদ্ধার হয় ওই দু’জনের মৃতদেহ ৷