নয়াদিল্লি, 18 এপ্রিল :দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজ এবং বেশ কয়েকটি স্কুলকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে ৷ করোনা আত্রান্তদের চিকিৎসায় যাতে স্থান সংকুলান না হয়, তার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ একইসঙ্গে, আগামী কয়েক দিনের মধ্যেই করোনা আক্রান্তদের জন্য আরও ছ’হাজার নতুন শয্যার ব্য়বস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি ৷
ক্রমশ খারাপ হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি ৷ শনিবার সন্ধেয় যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেই মোতাবকে তারে আগের 24 ঘণ্টায় দিল্লিতে নতুন প্রায় 24 হাজার করোনা রোগীর খোঁজ মিলেছে ৷ হাসপাতালে এসেও মিলছে না শয্যা ৷ ভাঁড়ার কমছে অক্সিজেন ও জীবনদায়ী ওষুধের ৷ কোভিড রোগীদের জন্য বরাদ্দ আইসিইউগুলির 90 শতাংশ শয্যাই ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছে ৷
রবিবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, বর্তমানে রাজধানীতে দৈনিক করোনা আক্রান্তের হার প্রায় 30 শতাংশ ৷ আইসিইউতে অবশিষ্ট শয্যার সংখ্য়া (করোনা রোগীদের জন্য) মাত্র 100 ৷ প্রসঙ্গত, এদিনই দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠক করেন কেজরিওয়াল ৷ তারপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমনওয়েলথ গেমস ভিলেজ এবং একাধিক স্কুলকে করোনা হাসপাতালে রূপান্তরিত করার কথা জানান তিনি ৷