নয়াদিল্লি, 12 অক্টোবর : সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পাচ্ছেন ৷ এমনই অভিযোগ করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Delhi Commission for Women Swati Maliwal) ৷ এই নিয়ে তিনি দিল্লি পুলিশের (Delhi Police) কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ তাঁর দাবি, ‘বিগ বস’-এর প্রতিযোগী সাজিদ খানের (Sajid Khan) বিরুদ্ধে সরব হওয়ার জন্যই তাঁকে ধর্ষণ করার হুমকি দেওয়া হচ্ছে ৷
পুলিশের কাছে দু’জনের নামও দিয়েছেন স্বাতী ৷ রাহুল ও হৃত্বিক শেলদেকার নামে ওই দু’জন ইনস্টাগ্রামে স্বাতীকে ধর্ষণের হুমকি দিয়েছে বলে অভিযোগ ৷ সেই হুমকি মেসেজের স্ক্রিনশটও পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
চিত্র পরিচালক সাজিদ খান ‘মিটু’ (MeToo)-তে অভিযুক্ত ৷ তাই তাঁকে কীভাবে বিগ বসের 16তম সিজনে প্রতিযোগী হিসেবে নেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন স্বাতী ৷ তিনি এই নিয়ে চিঠি লিখেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে (Anurag Thakur) ৷ সঞ্চালক সলমন খানের এই অনুষ্ঠান সাজিদকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন তিনি ৷