নয়াদিল্লি, 2 নভেম্বর: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আজ ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ তবে বৃহস্পতিবার হাজিরা এড়ালেন তিনি ৷ জানিয়ে দিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে তিনি হাজির হবেন না । বরং তিনি আজ মধ্যপ্রদেশের সিংগ্রাউলিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে একটি রোড শো'তে অংশ নেবেন ৷ দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে ৷ তাতে অরবিন্দ কেজরিওয়াল ইডিকে নোটিশ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন ৷ তিনি ইডির নোটিশকে 'অবৈধ এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত' বলে অ্যাখ্যা দিয়েছেন ৷
উল্লেখ্য, 17 নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। কংগ্রেস-বিজেপির মতো দলকে টক্কর দিতে নির্বাচনে অংশ নিয়েছে আম আদমি পার্টি । তাই ইডির হাজিরা এড়িয়ে দলীয় প্রচারে অংশ নেবেন কেজরি । তিনি এ দিন অভিযোগ করেছেন, মধ্যপ্রদেশে ভোটের প্রচার থেকে বিরত রাখার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ইডির নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে ৷ এটা বিজেপির কাজ ৷ বিজেপির নির্দেশেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে বলে দিল্লির মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ৷
প্রসঙ্গত, আজ সকাল 11টায় ইডির তরফে দিল্লি অফিসে তলব করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে ৷ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাঁর বয়ান রেকর্ড করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে বলা হয়েছিল তাঁকে । অন্যদিকে বৃহস্পতিবার দিল্লির ক্যাবিনেট মন্ত্রী ও এএপি নেতা রাজ কুমার আনন্দ এবং আরও কয়েকজনের বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, সকাল সাড়ে 7টা থেকে দিল্লির সিভিল লাইন এলাকায় মন্ত্রীর বাড়ি-সহ তাঁর আরও 12টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে । ইডির দলের সঙ্গে এই অভিযানে রয়েছে সিআরপিএফ জওয়ানরা ৷
আরও পড়ুন:দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডি'র
এর আগে বুধবার দিল্লির ক্যাবিনেট মন্ত্রী অতীশি আশংকা প্রকাশ করেছেন যে বিজেপি আপকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি। এর ফলস্বরূপ ইডি 2 নভেম্বর কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেফতার করবে । তিনি অভিযোগ করেছেন, মোদি সরকার আপকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য এজেন্সি এবং অবৈধ কৌশল ব্যবহার করছে ৷ এমনই রাজনৈতিক তরজার আবহে ইডি দফতরে হাজিরা এড়ালেন কেজরি।