নয়াদিল্লি, 1 নভেম্বর:জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) বিস্ফোরক দাবি ঘিরে জাতীয় রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে ৷ জেলে নিরাপদে থাকতে আম আদমি পার্টিকে (Aam Aadmi Party) 10 কোটি টাকা দিতে হয়েছে বলে দাবি করেছেন সুকেশ ৷ দিল্লির উপ রাজ্যপালকে লেখা তাঁর এই চিঠি ঘিরে হইচই পড়ে গিয়েছে সর্বত্র ৷ এই পরিস্থিতিতে পালটা আসরে নেমেছেন আপ-এর আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ৷ তিনি সুকেশের এই দাবিকে ভিত্তিহীন বলে পালটা দাবি করেছেন ৷ তাঁর দাবি, মোরবি সেতু দুর্ঘটনা থেকে নজর ঘোরাতেই এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷
প্রসঙ্গত, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে ৷ তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইন ও আর্থিক তছরূপ আইনে মামলা দায়ের হয়েছে ৷ সিবিআই (CBI) তাঁকে গ্রেফতার করে ৷ এখন তিনি তিহাড় জেলে বন্দি ৷ সেখান থেকেই দিল্লির উপ রাজ্যপাল ভিকে সাক্সেনা চিঠি লিখেছেন সুকেশ ৷ সেখানে তিনি দাবি করেছেন যে জেলে সুরক্ষিত থাকতে তাঁকে আপের নেতা তথা দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে 10 কোটি টাকা দিয়েছেন ৷ 2015 সাল থেকে তিনি আপের ওই নেতাকে চেনেন বলেও চিঠিতে দাবি করেছেন সুকেশ ৷
চিঠিতে তাঁর অভিযোগ, এখন তাঁকে হুমকি দেওয়া হচ্ছে ৷ দুর্নীতি ও তোলাবাজ নিয়ে তাঁকে চাপ দিচ্ছেন সত্যেন্দ্র জৈন ও দিল্লি পুলিশের ডিজি (কারা) সন্দীপ গোয়েল ৷ তাই এই নিয়ে সিবিআইকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার আর্জি তিনি উপ রাজ্যপালের কাছে করেছেন ৷ তাঁর আরও দাবি, আপের বিরুদ্ধে তাঁর কাছে যা তথ্যপ্রমাণ আছে, তা সব তিনি দিতে রাজি ৷ এমনকী, বিচারকের সামনে গোপন জবানবন্দি দিতেও রাজি আছেন তিনি ৷ জেলের ভিতরেও কেজরিওয়াল সরকার কীভাবে দুর্নীতি ছড়িয়ে দিয়েছে, সেই বিষয়টি সকলের সামনে আসুক বলে তিনি চান ৷ সেটাই তিনি চিঠিতে লিখেছেন ৷