নয়াদিল্লি, 23 এপ্রিল : চারিদিকে অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গিয়েছে ৷ কোনও হাসপাতালে কয়েক ঘণ্টার অক্সিজেন পড়ে রয়েছে ৷ কোথাও বা আরও কম ৷ অক্সিজেন সাপোর্ট না পেয়ে অবস্থা আরও করুণ হচ্ছে করোনা আক্রান্তদের ৷ নিরুপায় হয়ে যাচ্ছেন চিকিৎসকরাও ৷ চোখের সামনে ছটফট করেত দেখছেন রোগীদের ৷ এই কঠিন পরিস্থিতির মধ্যে আজ সবথেকে বেশি প্রকোপ পড়া দশ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি ৷
এই মুহূর্তে অক্সিজেন ঘাটতির সবথেকে বেশি ধাক্কা লেগেছে রাজধানীতে ৷ আজকের বৈঠকে কেজরিওয়ালের মুখ থেকে বারবার সেই কথাই উঠে এল ৷ দিল্লির অক্সিজেন ঘাটতির নিরুপায় ছবিটা মুখ্যমন্ত্রীর মুখ দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছিল ৷ বারবার ভেঙে পড়লেন বৈঠক চলাকালীন ৷ হাতজোড় করে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করলেন কেজরিওয়াল ৷
আরও পড়ুন : অন্য রাজ্যকে প্রতিদিন 200 মেট্রিক টন অক্সিজেন পাঠানো সম্ভব নয়, কেন্দ্রকে চিঠি নবান্নের