পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার দ্বিতীয় ঢেউ, দিল্লিতে প্রতি শনি ও রবিবার কার্ফু

রেস্তঁরাগুলিতে গিয়ে বসে খাওয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে ৷ কেবলমাত্র হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে ৷ তবে দিল্লিবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্যও অনুরোধ করেছেন কেজরিওয়াল ৷ শনি ও রবিবার যাবতীয় অত্যাবশ্যক পরিষেবা উপলব্ধ থাকবে ৷

দিল্লিতে প্রতি শনি ও রবিবার কার্ফু
ছবি

By

Published : Apr 15, 2021, 2:22 PM IST

নয়াদিল্লি, 15 এপ্রিল : আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ রাজধানীতে নিত্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ ৷ সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এবার প্রতি সপ্তাহের শনি ও রবিবার কার্ফু জারি করল কেজরিওয়ালের সরকার ৷ আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্নর অনিল বাউজালের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় ৷

করোনার নতুন গাইডলাইন অনুযায়ী, অডিটোরিয়াম, শপিংমল, জিম এবং স্পা পুরোপুরি বন্ধ থাকবে ৷ তবে সিনেমা হলগুলি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে এক্ষেত্রে কেবল মাত্র এক তৃতীয়াংশ দর্শকাসনই ব্যবহার করা যাবে ৷ রেস্তঁরাগুলিতে গিয়ে বসে খাওয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে ৷ কেবলমাত্র হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে ৷

সাপ্তাহিক বাজারগুলি খোলা থাকবে, তবে এক্ষেত্রেও বেশ কিছু কড়াকড়ি থাকছে ৷

আরও পড়ুন : "1266% বেড়েছে সংক্রমণ, এপ্রিলে বারাণসী বেড়ানো বাতিল করুন"

পাশাপাশি, আগে থেকে যেসব বিয়ের দিনগুলি নির্ধারিত ছিল, সেগুলিকে কার্ফুয়ের আওতা থেকে বাইরে রাখা হয়েছে ৷ এক্ষেত্রে বিশেষ কার্ফু পাস দেওয়ার ব্যবস্থা করেছে দিল্লি সরকার ৷

আজ এক ভিডিয়ো বার্তায় কেজরিওয়াল রাজধানীবাসীকে জানিয়েছেন, "এই নিয়মের কড়াকড়ি শুধুমাত্র আপনাদের জন্য ৷ আপনার এবং আপনার পরিবারের জন্য এই কড়াকড়ি ৷ এতে আপনাদের অসুবিধা হবে ৷ কিন্তু সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই নিয়মের কড়াকড়িগুলি খুবই দরকার ছিল ৷"

পাশাপাশি তিনি দিল্লিবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্যও অনুরোধ করেছেন ৷ শনি ও রবিবার যাবতীয় অত্যাবশ্যক পরিষেবা উপলব্ধ থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details