পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indigo Flight Patna Landing: সঙ্গে বোমা আছে ! যাত্রীর দাবিতে পটনায় ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ - ইন্ডিগো বিমান

বিমানে থাকা এক যাত্রী হঠাৎ দাবি করে বসেন, তাঁর সঙ্গে নাকি বোমা আছে ৷ তাতেই আতঙ্কে তড়িঘড়ি দিল্লিগামী বিমানকে পটনায় নামিয়ে আনা হয় ৷ তবে বোমের খোঁজ মেলেনি (Indigo Flight Patna Landing) ৷

Indigo Flight Bomb Scare
ইন্ডিগোর বিমানে তল্লাশি

By

Published : Jul 22, 2022, 8:56 AM IST

Updated : Jul 22, 2022, 9:50 AM IST

নয়াদিল্লি, 22 জুলাই:তাঁর সঙ্গে বোমা আছে ৷ বিমানে সফররত এক যাত্রী এমনটাই দাবি করেছিলেন ৷ সঙ্গে সঙ্গে ইন্ডিগোর একটি বিমানের জরুরি আবতরণ হল পটনা বিমানবন্দরে ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ৷ বিমান কর্তৃপক্ষ ওই যাত্রীকে আটক করেছেন (Delhi bound Indigo Flight grounded in Patna as passenger claimed to have bomb) ৷

পটনা থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানে (6E2126) এই ঘটনা ঘটে ৷ ব্যক্তির ওই দাবির পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে পৌঁছয় বম্ব স্কোয়াড, পুলিশ ৷ সমস্ত যাত্রীদের নামিয়ে ব্যাগ-সহ তল্লাশি চালানো হয় বিমানে ৷ তবে সংশ্লিষ্ট ব্যক্তির দাবি অনুযায়ী কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, সবুজ সংকেত পাওয়ার পর শুক্রবার সকালে গন্তব্যে রওনা হয়েছে বিমানটি । যা পটনা থেকে ছাড়ার কথা ছিল বৃহস্পতিবার সন্ধে 8 টা 20 মিনিটে ।

বিমান সংস্থা ঘটনার ব্যাপারে কোনও বিবৃতি এখনও পর্যন্ত দেয়নি । তবে সূত্রের খবর, অভিযুক্ত যাত্রীর নাম ঋষি চন্দ সিং ৷ পটনার জেলাশাসক জানিয়েছেন, বোমা পাওয়া না-গেলেও তল্লাশি চলেছে ৷ ওই ব্যক্তির মানসিক সমস্যা আছে বলেই মনে করছেন বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকেরা ৷

আরও পড়ুন: মাঝ-আকাশে পোড়া গন্ধ ! মাসকাটে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

Last Updated : Jul 22, 2022, 9:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details