নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে (Narendra Modi Birthday) বিশেষ ‘থালি’ ৷ 17 সেপ্টেম্বর প্রধানন্ত্রীর জন্মদিনে তাঁকে উপলক্ষ করেই সেই বিশেষ থালি নিয়ে আসছে দিল্লির রেস্তোরাঁ আরদোর 2.1 ৷ যার নাম রাখা হয়েছে, ‘56 ইঞ্চি মোদিজি থালি’ (56 inch Modi Ji Thali) ৷ যে থালিতে 56 রকমের পদ থাকবে (PM Birthday Special Thali) ৷ পাশাপাশি, রেস্তোরাঁয় খেতে আসা গ্রাহকদের জন্য সেই থালিতে তাঁদের পছন্দ অনুযায়ী আমিষ ও নিরামিষ দু’রকম পদই রাখা হয়েছে ৷ গ্রাহকরা নিজেদের পছন্দ মতো সেই থালি অর্ডার করতে পারবেন ৷
17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই বিশেষ থালি তাদের গ্রাহকদের জন্য পরিবেশন করার ভাবনা আসে রেস্তোরাঁর মালিক সুমিত কালারার মাথায় ৷ তিনি সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘‘আমি মোদিজিকে শ্রদ্ধা করি ৷ তিনি আমাদের দেশের গর্ব এবং আমরা তাঁর জন্মদিনে অন্যরকম কিছু উপহার দিতে চেয়েছিলাম ৷ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই মহাভোজের থালি পরিবেশন করব ৷ যার নাম রাখা হয়েছে, ‘56 ইঞ্চি মোদিজি থালি’ ৷ আমরা তাঁকে এই থালি উপহার দিতে চাই এবং তিনি এখানে এসে যেন এই থালির পদ চেখে দেখেন, এমনটাই আমাদের ইচ্ছা ৷’’