পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cold Wave in Delhi: দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় সতর্কতা জারি বিমানবন্দরে - Delhi Airport

তীব্র শীতে কাঁপছে রাজধানী (Delhi weather Update)৷ দিল্লিতে (Cold Wave in Delhi) আজ মরশুমের শীতলতম দিন (Coldest day of this season in Delhi)৷ সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে (Temperature Dropped in Delhi)৷

Delhi Cold wave ETV Bharat
দিল্লিতে শীত

By

Published : Jan 5, 2023, 1:10 PM IST

নয়াদিল্লি, 5 জানুয়ারি: হাড়হিম ঠান্ডায় কাঁপছে রাজধানী (Delhi weather Update)৷ আজই দিল্লিতে মরশুমের শীতলতম দিন (Coldest day of this season in Delhi)৷ তাপমাত্রা নেমে গিয়েছে 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে (Temperature Dropped in Delhi )৷ প্রবল কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) বৃহস্পতিবার সমস্ত যাত্রীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে ৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত বিমান পরিষেবা বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের ফ্লাইট তথ্যের আপডেটের জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে (India Meteorological Department)৷

আজ ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় অনেক ট্রেন দেরিতে চলেছে দিল্লিতে । 12টি ট্রেন দেরিতে চলে এবং কুয়াশার কারণে নর্দার্ন রেলওয়ে রিজিয়নে দুটি ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে । কুয়াশায় গোটা উত্তর ভারতে দৃশ্যমানতা কমে গিয়েছে ।

বৃহস্পতিবার ভোর 5:30 টায় দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজং-এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.2 ডিগ্রি সেলসিয়াস এবং পালামে তা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস । হিমালয় থেকে হিমশীতল বাতাসের কারণে সফদরজং-এ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা 4.4 ডিগ্রিতে নেমে গিয়েছে, যা এক দিন আগে 8.5 ডিগ্রি সেলসিয়াস ছিল । দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ধর্মশালা (5.2 ডিগ্রি), নৈনিতাল (6 ডিগ্রি) এবং দেরাদুনের (4.5 ডিগ্রি) থেকে নিচে রয়েছে (Cold Wave in Delhi)।

আরও পড়ুন:উত্তর ভারতে পারদ পতন, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের

দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী দিল্লি রিজ আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে 3.3 ডিগ্রি সেলসিয়াস, বুধবার রাজধানীতে এটাই ছিল সর্বনিম্ন তাপমাত্রা । শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে ৷ জাতীয় আবহাওয়া দফতরের শীর্ষ বিজ্ঞানী আরকে জেনামানি জানিয়েছেন, "দিল্লিতে শৈত্যপ্রবাহ বিরাজ করছে এবং সর্বোচ্চ তাপমাত্রাও কম, যার ফলে প্রবল ঠান্ডার পরিস্থিতি তৈরি হচ্ছে । বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা 13 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে ৷" তবে দিল্লির কুয়াশার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে তিনি জানান ।" তাঁর কথায়, "শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি আগামী 24 থেকে 36 ঘণ্টা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ যদিও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা কিছুটা কমতে পারে ৷ যা 7 জানুয়ারি থেকে উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে ৷"

দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (DPCC) আবাসিক কল্যাণ সমিতি, প্রতিষ্ঠান এবং অন্যান্য সংস্থাগুলিকে রাজধানীতে শৈত্যপ্রবাহের প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে জৈব পদার্থের খোলা পোড়ানো রোধ করতে নিরাপত্তারক্ষীদের বৈদ্যুতিক হিটার, কম্বল এবং গরম কাপড় সরবরাহ করার পরামর্শ দিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details