নয়াদিল্লি, 5 জানুয়ারি: হাড়হিম ঠান্ডায় কাঁপছে রাজধানী (Delhi weather Update)৷ আজই দিল্লিতে মরশুমের শীতলতম দিন (Coldest day of this season in Delhi)৷ তাপমাত্রা নেমে গিয়েছে 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে (Temperature Dropped in Delhi )৷ প্রবল কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) বৃহস্পতিবার সমস্ত যাত্রীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে ৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত বিমান পরিষেবা বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের ফ্লাইট তথ্যের আপডেটের জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে (India Meteorological Department)৷
আজ ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় অনেক ট্রেন দেরিতে চলেছে দিল্লিতে । 12টি ট্রেন দেরিতে চলে এবং কুয়াশার কারণে নর্দার্ন রেলওয়ে রিজিয়নে দুটি ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে । কুয়াশায় গোটা উত্তর ভারতে দৃশ্যমানতা কমে গিয়েছে ।
বৃহস্পতিবার ভোর 5:30 টায় দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজং-এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.2 ডিগ্রি সেলসিয়াস এবং পালামে তা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস । হিমালয় থেকে হিমশীতল বাতাসের কারণে সফদরজং-এ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা 4.4 ডিগ্রিতে নেমে গিয়েছে, যা এক দিন আগে 8.5 ডিগ্রি সেলসিয়াস ছিল । দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ধর্মশালা (5.2 ডিগ্রি), নৈনিতাল (6 ডিগ্রি) এবং দেরাদুনের (4.5 ডিগ্রি) থেকে নিচে রয়েছে (Cold Wave in Delhi)।