নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলন উপলক্ষে বিশেষ দল গঠন করল দিল্লি বিমানবন্দরের অপারেটর ডায়াল (ডিআইএএল) ৷ এই সম্মেলন উপলক্ষে ওই বিমানবন্দর দিয়েই বিদেশি অতিথিরা যাতায়াত করবেন ৷ সেই কারণেই এই দল গঠন করা হল বলে জানিয়েছে ডায়াল ৷ ওই দলে মূলত শীর্ষ আধিকারিকদের রাখা হয়েছে বলে ডায়ালের তরফে জানানো হয়েছে ৷
ভারতের সভাপতিত্বে এবার জি20 শীর্ষ সম্মেলন হচ্ছে ৷ আগামী 9 ও 10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন হবে ৷ সেখানে উপস্থিত থাকবেন এই গোষ্ঠীর সদস্য দেশগুলির মধ্যে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ৷ এছাড়াও সংশ্লিষ্ট দেশগুলির একাধিক কূটনীতিকও উপস্থিত থাকবেন ৷ ইতিমধ্যে বিদেশি অতিথিদের আগমন শুরু হয়ে গিয়েছে নয়াদিল্লিতে ৷
পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই দল গঠন করেছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড বা ডায়াল ৷ এই দলের কাজ হবে বিদেশি অতিথিদের আসা ও যাওয়ার সব ব্যবস্থাপনা সঠিক ভাবে করা ৷ যাতে তাঁরা সুন্দর অভিজ্ঞতা নিয়েই ভারত ছাড়তে পারেন ৷
দিল্লি বিমানবন্দরের এই অপারেটর কাজ করে কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের অধীনে ৷ সেই তালিকায় বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক যেমন রয়েছে ৷ এছাড়া দিল্লি সরকারও প্রয়োজনীয় সাহায্য করে এই অপারেটরকে ৷ বুধবার তাদের তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ সেই বিবৃতিতে এই বিশেষ ব্যবস্থাপক দল গঠনের কথা ঘোষণা করা হয় ৷