নয়াদিল্লি, 30 অক্টোবর: দিল্লির বাতাসের গুণগত মান আরও নামল ৷ রবিবার সকালের তথ্য অনুযায়ী, রাজাধানীর বাতাসের গুণগত মান বা একিউআই (AQI) 350-এ নেমেছে ৷ যাকে বলা হচ্ছে খুব খারাপ ৷ বিশেষজ্ঞদের মতে নিঃশ্বাস নেওয়ার অনুপযুক্ত এই বাতাস (Delhi air quality drops to very poor category) ৷
গত কয়েক দিন ধরেই দিল্লির বাতাসের গুণগত মানের অবস্থা খারাপ (Delhi Air Quality) ৷ যানবাহনের দূষণ, দীপাবলি ও ছট পুজোর বাজির ধোঁয়া, পঞ্জাব, উত্তরপ্রদেশের মতো প্রতিবেশি রাজ্যগুলিতে শীতকালে যে খড়কুটো, আগাছা পোড়ানো হয় তার সামগ্রিক প্রভাব দিল্লির বাতাসে পড়েছে বলে মনে করা হচ্ছে ৷ দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে বাতাসের AQI পৌঁছে গিয়েছে 372 পয়েন্টে ৷ পুসা ও লোধি রোড এলাকায় এই মান যথাক্রমে 372 ও 326 ৷ দিল্লি বিমানবন্দর চত্বরে এই মান পৌঁছেছে 349-এ (air quality of national capital) ৷