পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

AIIMS cancels doctors' winter vacation: বাড়ছে কোভিড, ডাক্তারদের শীতকালীন ছুটি বাতিল করল এইমস - All India Institute of Medical Sciences AIIMS

করোনার তৃতীয় ঢেউয়ের জেরে হু হু করে বাড়ছে কোভিড সংক্রমণ ৷ সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্র ও দিল্লির ৷ এই পরিস্থিতিতে ডাক্তারদের শীতকালীন ছুটি বাতিল করল এইমস (AIIMS cancels doctors' winter vacation)৷

aiims-cancels-doctors-winter-vacation-amid-covid-surge
বাড়ছে কোভিড, ডাক্তারদের শীতকালীন ছুটি বাতিল করল এইমস

By

Published : Jan 4, 2022, 1:29 PM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি:দিল্লিতে কোভিড সংক্রমণ সাংঘাতিক বৃদ্ধি পাওয়ায় ডাক্তারদের শীতকালীন ছুটি বাতিল করল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়ান্সেস (AIIMS cancels doctors' winter vacation amid Covid surge)৷ অবিলম্বে সব ডাক্তারকে হাসপাতালে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে এইমস ৷

সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড ও ওমিক্রন অতিমারির বৃদ্ধির কারণে 5 থেকে 10 জানুয়ারি শীতকালীন ছুটির বাকি অংশ বাতিল করা হচ্ছে ৷ এইমসের অধিকর্তার সম্মতি নিয়ে এই বিজ্ঞপ্তি জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এইমসের (AIIMS cancels doctors' winter vacation) সব ডাক্তারকে অবিলম্বে হাসপাতালে কাজে যোগ দিতে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে ৷

জানা গিয়েছে, গত দু‘-তিন দিনে এইমস ট্রমা সেন্টারে কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 50 জনেরও বেশি রোগী ৷ দিল্লিতে খুব শিগগিরই পরিস্থিতি আরও খারাপ হবে বলে ইঙ্গিত মিলেছে বিভিন্ন সূত্রে ৷ এদিকে, ডাক্তারদের মধ্যেও সংক্রমণ মারাত্মক হারে বাড়ছে ৷ বিহারের নালন্দা মেডিক্যাল কলেজে গত চার দিনে 159 জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন:Babul Supriyo tests Corona Positive : তৃতীয়বার করোনায় সংক্রামিত বাবুল সুপ্রিয়, টুইটে খোঁচা শাহ-মাণ্ডব্যকে

কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে ৷ হু হু করে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজকের রিপোর্ট বলছে, গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 37 হাজার 379 জন (Corona update in India) ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 33 হাজার 750 ৷ এনিয়ে দেশে মোট সংক্রমণ দাঁড়াল 3 কোটি 49 লক্ষ 60 হাজার 261 ৷

ওমিক্রনের সংক্রমণ পৌঁছেছে 1 হাজার 800তে ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 1 হাজার 700 ৷ তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে সংক্রমিতের সংখ্যা 568 জন ৷ এরপর রয়েছে দিল্লি, সেখানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 382 ৷

আরও পড়ুন:Corona Update in India : দৈনিক সংক্রমণ বাড়ল সাড়ে তিন হাজারেরও বেশি, ওমিক্রনে আক্রান্ত বেড়ে 1800

সোমবার থেকে দেশে 15-18 বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে ৷ প্রথম দিনেই 40 লক্ষেরও বেশি কিশোর-কিশোরী কোভিড-19-এর প্রথম ডোজ পেয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details