নয়াদিল্লি, 12 এপ্রিল: পাঁচ ঘণ্টা দেরিতে উড়ল বিমান ৷ যার জেরে অসহায় অবস্থায় মধ্যে বিমানবন্দরে কাটাতে হয়েছিল শতাধিক যাত্রীকে ৷ এই গাফিলতির জন্য বিমান সংস্থাকেই দায়ী করছেন যাত্রীরা ৷ অভিযোগ, মঙ্গলবার দিল্লি বিমান বন্দর থেকে সকাল সাড়ে আটটায় বেসরকারি ওই বিমান সংস্থার বিমান ওড়ার কথা থাকলেও, তা প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে ওড়ে ৷ যার জেরে অসহায় অবস্থায় বিমানবন্দরেই আটকে থাকতে হয় যাত্রীদের ৷ পরে সংস্থার উপর ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা ৷
জানা গিয়েছে, নয়াদিল্লি থেকে আমেদাবাদগামী স্পাইসজেটের বিমানটি এদিন 5 ঘন্টা বিলম্বিত হয় ৷ ঘটনার জেরে 100 জনেরও বেশি যাত্রী আটকে পড়ে ৷ পরে অবশ্য ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা ৷ ক্ষুব্ধ যাত্রীরা জানিয়েছেন, অনলাইন বুকিংয়ের সময় সকাল সাড়ে 8 টায় দিল্লি থেকে রওনা হওয়ার কথা ছিল বিমানটির ৷ কিন্তু 5 ঘন্টা দেরি করে অবশেষে দুপুর দেড়টায় আমেদাবাদের উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দর ছাড়ে বিমানটি। জানা গিয়েছে, এই দেরি করে ওড়ার জেরে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েন ভদোদরার যাত্রীরা ৷ প্রায় 130 জন যাত্রী ছিলেন ওই বিমানে ৷ তাঁদের মধ্যে আমেদাবাদ থেকে ভদোদরা যাওয়ার যাত্রীদের অসহায়তা চরমে পৌঁছয় ৷