পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Flight Delayed: 5 ঘণ্টা দেরিতে উড়ল বিমান, ক্ষোভ উগড়ে দিলেন যাত্রীরা - 100 জনেরও বেশি যাত্রী আটকে পড়ে

নয়াদিল্লি-আমেদাবাদগামী স্পাইসজেটের বিমানটি 5 ঘন্টা দেরিতে রওনা হয় ৷ যার জেরে 100 জনেরও বেশি যাত্রী আটকে পড়ে ৷ ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা ৷

Etv Bharat
নয়াদিল্লি-আমেদাবাদগামী স্পাইসজেটের বিমান

By

Published : Apr 12, 2023, 10:10 PM IST

নয়াদিল্লি, 12 এপ্রিল: পাঁচ ঘণ্টা দেরিতে উড়ল বিমান ৷ যার জেরে অসহায় অবস্থায় মধ্যে বিমানবন্দরে কাটাতে হয়েছিল শতাধিক যাত্রীকে ৷ এই গাফিলতির জন্য বিমান সংস্থাকেই দায়ী করছেন যাত্রীরা ৷ অভিযোগ, মঙ্গলবার দিল্লি বিমান বন্দর থেকে সকাল সাড়ে আটটায় বেসরকারি ওই বিমান সংস্থার বিমান ওড়ার কথা থাকলেও, তা প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে ওড়ে ৷ যার জেরে অসহায় অবস্থায় বিমানবন্দরেই আটকে থাকতে হয় যাত্রীদের ৷ পরে সংস্থার উপর ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা ৷

জানা গিয়েছে, নয়াদিল্লি থেকে আমেদাবাদগামী স্পাইসজেটের বিমানটি এদিন 5 ঘন্টা বিলম্বিত হয় ৷ ঘটনার জেরে 100 জনেরও বেশি যাত্রী আটকে পড়ে ৷ পরে অবশ্য ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা ৷ ক্ষুব্ধ যাত্রীরা জানিয়েছেন, অনলাইন বুকিংয়ের সময় সকাল সাড়ে 8 টায় দিল্লি থেকে রওনা হওয়ার কথা ছিল বিমানটির ৷ কিন্তু 5 ঘন্টা দেরি করে অবশেষে দুপুর দেড়টায় আমেদাবাদের উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দর ছাড়ে বিমানটি। জানা গিয়েছে, এই দেরি করে ওড়ার জেরে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েন ভদোদরার যাত্রীরা ৷ প্রায় 130 জন যাত্রী ছিলেন ওই বিমানে ৷ তাঁদের মধ্যে আমেদাবাদ থেকে ভদোদরা যাওয়ার যাত্রীদের অসহায়তা চরমে পৌঁছয় ৷

দেরিতে বিমান ওড়ার বিষয়টি সামনে আনেন বিজেপি নেতা ধর্মেশ পান্ডে ৷ বিষয়টি টুইট করে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেন তিনি ৷ পাশাপাশি টুইটটি প্রধামন্ত্রী এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য রাজে সিন্ধিয়াকেও ট্য়াগ করেন তিনি ৷ পান্ডের অভিযোগ, বেসরকারি ওই বিমান সংস্থা কার্যত প্রতারণা করেছে যাত্রীদের সঙ্গে ৷ পাশাপাশি দেরিতে ছাড়লেও কোনও অতিরিক্ত সুযোগ সুবিধাও দেওয়া হয়নি যাত্রীদের ৷

আরও পড়ুন: মোদি পদবি বিতর্কে ফের রাহুলকে সমন পটনার আদালতের, চলতি মাসেই হাজিরার নির্দেশ

অন্যদিকে, শ্রীনগর থেকে পরিবারের সঙ্গে ফিরছিলেন প্রকাশ প্যাটেল ৷ তাঁর অভিযোগ, শ্রীনগর থেকে দিল্লি বিমান বন্দরে এসে আটকে গিয়েছেন তাঁরা ৷ তাঁর দাবি, দিল্লি থেকে আমেদাবাদের বিমানের সময় প্রায় চার থেকে পাঁচ বার বদল করা হয়েছে ৷ ওই বিমানেরই একজন যাত্রী আইপিএস আধিকারিক সোনেল গোয়েলও ঘটনায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details