পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে রাষ্ট্রপতি শাসন চেয়ে আদালতে আপ বিধায়ক - দিল্লিতে রাষ্ট্রপতি শাসন

দিল্লিতে আম আদমি পার্টির সরকার রয়েছে ৷ ফলে শাসক দলের একজন বিধায়কের এই দাবি ঘিরে ব্যাপক হইচই পড়ে গিয়েছে ৷ কংগ্রেস ও বিজেপি আম আদমি পার্টির ওই বিধায়কের পাশে দাঁড়িয়েছে৷

দিল্লিতে রাষ্ট্রপতি শাসন চেয়ে আদালতে আপ বিধায়ক
দিল্লিতে রাষ্ট্রপতি শাসন চেয়ে আদালতে আপ বিধায়ক

By

Published : Apr 30, 2021, 4:50 PM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল: কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে অবিলম্বে জারি করা হোক রাষ্ট্রপতি শাসন ৷ শুক্রবার এই দাবি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আম আদমি পার্টির বিধায়ক শোয়ব ইকবাল ৷ দেশের রাজধানীর ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে তিনি ব্যথিত ৷ তাই এই আবেদন জানিয়েছেন বলে খবর ৷ তিনি বলেন, ‘‘আমি আজ গর্বিত নই ৷ একজন বিধায়ক হিসেবে আমি বিব্রত যে এই বিপদে মানুষকে সাহায্য করতে পারছি না ৷’’

দিল্লির মাতিয়া মহলের এই বিধায়ক একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন ৷ তাতে তিনি বলেন, ‘‘দিল্লিতে মানুষ মারা যাচ্ছে ৷ আর আমার হৃদয় কাঁদছে ৷ আমার বন্ধু হাসপাতালে ভর্তি ৷ অথচ আমি নিরুপায় ৷ বেড, অক্সিজেন ও মেডিক্যাল সহায়তার জন্য মানুষ সর্বত্র ছুটে বেড়াচ্ছেন ৷ আইসিইউ বেডের অভাব৷ রেমডিসিভির ইনজেকশনের অভাব ৷’’

তাঁর দাবি, সরকার ঠিকমতো কাজ করতে পারছে না ৷ প্রয়োজনীয় সাহায্য করতে পারছে না ৷ তিনি ছ’বারের বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁর কথাও কেউ শুনছে না ৷ একজন বিধায়ক হিসেবে তাঁর যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কী, তিনি সেই প্রশ্ন তুলেছেন ৷ আর সেই কারণেই তিনি রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাচ্ছেন বলে ওই ভিডিয়ো বার্তায় বলেছেন ৷

আরও পড়ুন :মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম পৌঁছল ভারতে

প্রসঙ্গত, দিল্লিতে আম আদমি পার্টির সরকার রয়েছে ৷ ফলে শাসক দলের একজন বিধায়কের এই দাবি ঘিরে ব্যাপক হইচই পড়ে গিয়েছে ৷ শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস ও বিজেপি আম আদমি পার্টির ওই বিধায়কের পাশে দাঁড়িয়েছে৷ তাঁর দাবিকে সমর্থন করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details