নয়াদিল্লি, 30 এপ্রিল: কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে অবিলম্বে জারি করা হোক রাষ্ট্রপতি শাসন ৷ শুক্রবার এই দাবি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আম আদমি পার্টির বিধায়ক শোয়ব ইকবাল ৷ দেশের রাজধানীর ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে তিনি ব্যথিত ৷ তাই এই আবেদন জানিয়েছেন বলে খবর ৷ তিনি বলেন, ‘‘আমি আজ গর্বিত নই ৷ একজন বিধায়ক হিসেবে আমি বিব্রত যে এই বিপদে মানুষকে সাহায্য করতে পারছি না ৷’’
দিল্লির মাতিয়া মহলের এই বিধায়ক একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন ৷ তাতে তিনি বলেন, ‘‘দিল্লিতে মানুষ মারা যাচ্ছে ৷ আর আমার হৃদয় কাঁদছে ৷ আমার বন্ধু হাসপাতালে ভর্তি ৷ অথচ আমি নিরুপায় ৷ বেড, অক্সিজেন ও মেডিক্যাল সহায়তার জন্য মানুষ সর্বত্র ছুটে বেড়াচ্ছেন ৷ আইসিইউ বেডের অভাব৷ রেমডিসিভির ইনজেকশনের অভাব ৷’’