পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manipur Violence: মণিপুরের উদ্দেশ্যে রওনা দিলেন ইন্ডিয়া জোটের 21 সাংসদ, কলকাতায় কটাক্ষ অনুরাগের - নরেন্দ্র মোদি কেন মণিপুরে যাচ্ছেন না

MPs from INDIA alliance Visit Manipur: শনিবার সকালে মণিপুর রওনা দিলেন ইন্ডিয়া জোটের 21 জন সাংসদ ৷ এই প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী, গৌরব গগৈ থেকে শুরু করে তৃণমূলের সুস্মিতা দেব ৷ কলকাতায় এসে এই যাত্রাকে 'লোক দেখানো' বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

ETV Bharat
মণিপুরে প্রতিনিধি দল

By

Published : Jul 29, 2023, 10:10 AM IST

Updated : Jul 29, 2023, 10:42 AM IST

নয়াদিল্লি, 29 জুলাই:ইন্ডিয়া জোটের 21 সদস্যের প্রতিনিধি দল রওনা দিল মণিপুরে ৷ আগেই জানা গিয়েছিল, অশান্ত মণিপুরের অবস্থা খতিয়ে দেখতে যাবেন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদেরা ৷ সেই অনুযায়ী শনিবার সকালে নয়াদিল্লি থেকে দু'দিনের জন্য ইম্ফলের উদ্দেশ্যে যাত্রা করেছেন সাংসদরা ৷ উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটির পরিস্থিতি দেখে সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সংসদেও জমা দেবেন তাঁরা ৷ তবে এই যাত্রাকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি ৷

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ইন্ডিয়া জোটের মণিপুর সফরকে লোক দেখানো বলে কটাক্ষ করেছেন ৷ শনিবার সকালে তিনি কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, "ইন্ডিয়া জোটের সাংসদরা শুধু লোক দেখাতে মণিপুরে গিয়েছেন ৷" কংগ্রেসের নাম উল্লেখ না করে তিনি বলেন, "বিরোধী পক্ষ যখন মণিপুর শাসন করছিল, তখনও মণিপুর জ্বলছিল ৷ তখন তো সেই দল বা তাদের জোট দলগুলি কোনও কথা বলেনি ৷"

লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর কাছে মন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুরোধ, এই 21 জন সাংসদকে পশ্চিমবঙ্গে নিয়ে আসুন তিনি ৷ পশ্চিমবঙ্গ, রাজস্থানে মহিলাদের উপর নির্যাতনের প্রসঙ্গ তুলে অধীরকে তাঁর প্রশ্ন, "বাংলা, রাজস্থানে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে ৷ এই বিষয়টা মানবেন অধীর ? রাজস্থানেও মহিলাদের বিরুদ্ধে অপরাধ হচ্ছে। তাঁদের হত্যা করা হচ্ছে ৷ সেখানে যাননি বিরোধীরা ৷ ইন্ডিয়া জোট কি রাজস্থানেও যাবে ?"

আরও পড়ুন: মণিপুরে হিংসার প্রতিবাদে নীরব বিক্ষোভ লন্ডনে

উল্লেখ্য, মণিপুরের এই প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের সুস্মিতা দেব, জেডি(ইউ) সাংসদ মনোজ ঝা ও অন্যরা ৷ পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ অধীর চৌধুরী প্রতিনিধি দলের হয়ে রিপোর্ট জমা দেবেন বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি এই সমস্যার সমাধানও পেশ করবেন তিনি ৷

সংসদের বাদল অধিবেশন শুরু হয় 20 জুলাই ৷ তার আগের দিন কুকি সম্প্রদায়ের দু'জন মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হওয়ায় তোলপাড় হয় দেশ ৷ বাদল অধিবেশনের প্রথম দিনেই উত্তাল হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা ৷ মণিপুরের হিংসা এবং সেখানকার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি চেয়ে সরব বিরোধী শিবির ৷ তাদের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন মণিপুরে যাচ্ছেন না ?

আরও পড়ুন: মণিপুর ইস্যুতে কালো পোশাক পড়ে সংসদে বিক্ষোভ দেখাবে 'ইন্ডিয়া' সাংসদরা

এই ইস্যুতে বারবার মুলতুবি হচ্ছে লোকসভা ও রাজ্যসভা ৷ এর আগে লোকসভায় কংগ্রেসের উপ-নেতা গৌরব গগৈ দাবি তুলেছিলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি মণিপুরের তদন্ত করুক ৷ 3 মে থেকে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মণিপুর ৷ এখনও হিংসার ঘটনার খবর মিলছে সেখান থেকে ৷ হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন ৷ প্রাণ হারিয়েছেন প্রায় 160 জন ৷ কয়েকটি সূত্রের অবশ্য দাবি, মৃতের সংখ্যা আরও অনেক বেশি।

Last Updated : Jul 29, 2023, 10:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details