পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Defence Secretary Trolled: ওয়ার মেমোরিয়ালে সেনাপ্রধানদের মধ্যে 'অড ম্যান আউট' প্রতিরক্ষা সচিব ! ভিডিয়ো ঘিরে সোশ্যালে ঝড় - অড ম্যান আউট

ওয়ার মেমোরিয়ালে (War Memorial) সেনাপ্রধানদের মধ্যে 'অড ম্যান আউট' প্রতিরক্ষা সচিব (Defence Secretary Trolled)! একটি ভিডিয়ো পোস্ট করে এমনই দাবি করেছেন প্রাক্তন সেনাপ্রধান বেদ প্রকাশ মালিক ৷ সোশ্যাল মিডিয়াতেও নিন্দার মুখে পড়েছেন প্রতিরক্ষা সচিব ৷

Defence Secretary Trolled ETV Bharat
ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন

By

Published : Jan 27, 2023, 2:01 PM IST

হায়দরাবাদ, 27 জানুয়ারি:বৃহস্পতিবার 74তম সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2023) উদযাপনে ওয়ার মেমোরিয়ালে (War Memorial) প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সংক্ষিপ্ত ভিডিয়ো শেয়ার করেছেন প্রাক্তন সেনাপ্রধান বেদ প্রকাশ মালিক ৷ সেখানে প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর মতে, আরমানে সেখানে 'অড ম্যান আউট' (Defence Secretary Trolled)৷

অড ম্যান আউট: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত শীর্ষস্থানীয় কর্তা তাঁর পোস্ট করা ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন "একজন আলাদা মানুষ"৷ সেই ভিডিয়োতে আরমানেকে চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান এবং তিন সেনার প্রধান জেনারেল মনোজ পান্ডে (সেনা), অ্যাডমিরাল আর হরি কুমার (নৌবাহিনী) এবং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

প্রতিরক্ষা সচিবের আচরণের সমালোচনা: প্রাক্তন সেনাপ্রধানের শেয়ার করা 22 সেকেন্ডের ক্লিপটিতে দেখা যাচ্ছে যে, যখন রাজনাথ সিং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, তখন সেখানে প্রতিরক্ষা সচিবও দাঁড়িয়ে আছেন । শহীদদের শ্রদ্ধা নিবেদনের সময় গিরিধরের এক হাত কোটের পকেটে ঢোকানো এবং তিনি এদিক ওদিক তাকাচ্ছেন ৷ তাঁর এই আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন সেনাপ্রধান ৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চর্চা হয়েছে ৷

আরও পড়ুন:সামরিক শক্তি ও সংস্কৃতির মিশেল ! প্রবল ঠান্ডাতেও রাজপথে কুচকাওয়াজ দেখল হাজার হাজার মানুষ

ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়: এক টুইটার ব্যবহারকারী প্রতিরক্ষা সচিবকে কটাক্ষ করে লিখেছেন, "কী লজ্জার!!!! অন্তত শহীদদের সম্মান করুন । এমনকী কয়েক দশকের পরিষেবার পরেও যদি কেউ যুদ্ধের স্মৃতিসৌধে নিজেদের জন্য সাজসজ্জা না জানেন, তবে তা ঠিক নয় ৷"

আরেক জনের কথায়, "তিনি কি প্রতিরক্ষা সচিব নন ? অনুষ্ঠানের সময় তিনি যে অহংকার নিয়ে ঘুরছিলেন তা দেখে মনে হবে তিনি সেই জায়গাটির মালিক । এই অনুষ্ঠানের চরম অসম্মান ।" অন্য একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "এই ধরনের একটি অনুষ্ঠানে তাঁর কিছুটা শৃঙ্খলা এবং সাজসজ্জা প্রদর্শন করা উচিত ছিল ।"

নিয়োগের আগে ওরিয়েন্টেশনের পরামর্শ: একজন আবার লিখেছেন, "আশা করি তাঁকে সচেতন করা হয়েছে যে সামরিক অনুষ্ঠানের সময় পকেটে হাত রাখা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ৷ এই লোকদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পোস্টিং দেওয়ার আগে, তাঁদের 1 মাসের ওরিয়েন্টেশন শিডিউল করা উচিত ৷ যাতে তাঁরা বিব্রতকর পরিস্থিতি তৈরি না করেন ৷"

ABOUT THE AUTHOR

...view details