হায়দরাবাদ, 27 জানুয়ারি:বৃহস্পতিবার 74তম সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2023) উদযাপনে ওয়ার মেমোরিয়ালে (War Memorial) প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সংক্ষিপ্ত ভিডিয়ো শেয়ার করেছেন প্রাক্তন সেনাপ্রধান বেদ প্রকাশ মালিক ৷ সেখানে প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর মতে, আরমানে সেখানে 'অড ম্যান আউট' (Defence Secretary Trolled)৷
অড ম্যান আউট: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত শীর্ষস্থানীয় কর্তা তাঁর পোস্ট করা ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন "একজন আলাদা মানুষ"৷ সেই ভিডিয়োতে আরমানেকে চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান এবং তিন সেনার প্রধান জেনারেল মনোজ পান্ডে (সেনা), অ্যাডমিরাল আর হরি কুমার (নৌবাহিনী) এবং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
প্রতিরক্ষা সচিবের আচরণের সমালোচনা: প্রাক্তন সেনাপ্রধানের শেয়ার করা 22 সেকেন্ডের ক্লিপটিতে দেখা যাচ্ছে যে, যখন রাজনাথ সিং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, তখন সেখানে প্রতিরক্ষা সচিবও দাঁড়িয়ে আছেন । শহীদদের শ্রদ্ধা নিবেদনের সময় গিরিধরের এক হাত কোটের পকেটে ঢোকানো এবং তিনি এদিক ওদিক তাকাচ্ছেন ৷ তাঁর এই আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন সেনাপ্রধান ৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চর্চা হয়েছে ৷