নয়াদিল্লি, 11 অক্টোবর: গত দু’দিনে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা করা হয়েছে ৷ প্রতিরক্ষা আধিকারিকদের তরফ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে ৷ তাঁরা জানিয়েছেন, গত দু’দিনে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের চারটি পরীক্ষা করা হয়েছে ৷ এই পরীক্ষা করেছে বায়ুসেনা-সহ ভারতীয় প্রতিরক্ষা বাহিনী ৷ বর্ধিত-পাল্লার ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে ৷
ভারতীয় বায়ুসেনার তরফে এই নিয়ে একটি পোস্ট করা হয় সোশাল মিডিয়া এক্স-এ ৷ সেখানে জানানো হয়েছে যে ভূমি থেকে ভূমির এই ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করা হয়েছে ৷ পূর্ব সমুদ্র তীরবর্তী দ্বীপপুঞ্জ থেকে এই পরীক্ষা করা হয় ৷ এই সাফল্যকে ব্যাখ্যা করতে বায়ুসেনার তরফে ওই পোস্টের শুরুতেই লেখা হয়েছে ’বুলস আই’ ৷ ওই পোস্টে সফল পরীক্ষার বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে বায়ুসেনার তরফে ৷
পরে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকেও বায়ুসেনার ওই পোস্টটি রিপোস্ট করা হয় ৷ সেখানে এই সাফল্য়ের জন্য বায়ুসেনাকে অভিনন্দন জানানো হয় ৷ পাশাপাশি সেখানে জানানো হয়েছে যে এই সফল পরীক্ষা ভারতীয় সেনার শক্তিকে আরও বৃদ্ধি করল ৷ আর এটাই আত্মনির্ভর ভারতের অন্যতম উদাহরণ ৷ ব্রাহ্মোস মিসাইলের ওই পোস্টে প্রধানমন্ত্রীর দফতর, প্রতিরক্ষা মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র, ডিআরডিও ইন্ডিয়া-সহ আরও বেশ কয়েকজনকে মেনশন করা হয়েছে ৷
উল্লেখ্য, এই ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে ৷ এই সুপারসনিক মিসাইল ডুবোজাহাজ থেকেই ছোড়া যাবে ৷ এছাড়া জাহাজ, বিমান বা কোনও জায়গা থেকেও ছোড়া সম্ভব ৷ স্বাভাবিকভাবেই ক্ষেপণাস্ত্র ভারতের অস্ত্রভাণ্ডারে শক্তিবৃদ্ধি করল ৷
আরও পড়ুন:দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে বায়ু ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ