পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajnath Singh Infected with Covid : করোনা আক্রান্ত রাজনাথ সিং - defence minister rajnath singh tests covid positive

সোমবার বিকেলে নিজেই টুইট করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানান তিনি করোনায় আক্রান্ত হয়েছেন (Rajnath Singh Infected with Covid) ৷

Rajnath Singh Infected with Covid
করোনা আক্রান্ত রাজনাথ সিং

By

Published : Jan 10, 2022, 4:39 PM IST

Updated : Jan 10, 2022, 5:05 PM IST

নয়াদিল্লি, 10 জানুয়ারি: করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh Infected with Covid) ৷ সোমবার বিকেলে টুইট করে নিজেই এই খবর জানিয়েছেন রাজনাথ ৷ লিখেছেন, "আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে, হালকা উপসর্গ রয়েছে ৷ আমি হোম কোয়ারান্টিনে আছি ৷ যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন তাঁদের অনুরোধ আপনারা আইসোলেশনে যান এবং পরীক্ষা করান ৷" কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রীদের মধ্যে রাজনাথই প্রথম করোনা আক্রান্ত হলেন ৷

গত 8 জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে দেশের সৈনিক স্কুলগুলির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজনাথ ৷ তারপর আর তাঁকে কোনও কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি ৷ উল্লেখ্য দেশে বর্তমানে উদ্বেগজনক হারে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ ৷ সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1 লাখ 79 হাজার 723 জন ৷ দেশে দৈনিক সংক্রমণের হার 13.29 শতাংশ ৷ দেশে এখনও পর্যন্ত 4 হাজার 33টি ওমিক্রন কেস ধরা পড়েছে ৷ দিল্লিতে ওমিক্রন আক্রান্ত 513 জন ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত সুকান্তকে ফোন মমতার

রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 23 হাজার ৷

Last Updated : Jan 10, 2022, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details