শ্রীনগর, 27 ডিসেম্বর:যুদ্ধ জয়, জঙ্গিদের নিকেশ করার সঙ্গে সঙ্গে দেশবাসীর মনও জয় করতে হবে ৷ ভারতীয় সেনার জন্য এই নিদান দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ আজ তিনি জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছেন ৷ গত সপ্তাহেই জঙ্গি হামলায় চার ভারতীয় সেনার মৃত্যু হয়েছে ৷ এরপর এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় ৷ সাধারণ নাগরিকদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সেনা ৷ তবে এর মধ্যে পুঞ্চের জঙ্গলে তিন নাগরিকের মৃতদেহ পাওয়া যায় ৷ আর এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা ৷ এই ঘটনার পর রাজনাথ সিং উপত্যকায় গেলেন এবং ভারতীয় সেনার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন ৷
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এদিন শহিদ চার সেনা জওয়ানের প্রতি শ্রদ্ধা জানান ৷ ভারতীয় সেনার প্রশংসা করেন ৷ তবে বারবার তাঁর কথায় দেশবাসীর মন জয়ের বিষয়টি ফিরে আসে ৷ তিনি বলেন, "আমি আপনাদের বিশেষভাবে বলতে চাই, দেশ রক্ষার দায়িত্ব আপনাদের কাঁধে ৷ কিন্তু এই দেশ রক্ষার সঙ্গে সঙ্গে দেশবাসীর মন জয় করতে হবে ৷ এই গুরুদায়িত্বও আপনাদের কাঁধে রয়েছে ৷ আপনারা এই বিষয়টি জানেন ৷ তাও খেয়াল রাখতে হবে আপনাদের কোনও ভুলে কোনও ভারতীয় যেন আঘাত না পায় ৷" দেশের নাগরিকদের বিশ্বাস অর্জন করার উপর জোর দেন রাজনাথ সিং ৷
গত 21 ডিসেম্বর জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টর ও পুঞ্চের সীমান্তবর্তী ডেরা-কি-গলিতে আচমকা সেনাবাহিনীর একটি জিপসি এবং একটি গাড়িতে জঙ্গিরা হামলায় চালায় ৷ পরে এই হামলার দায় স্বীকার করে পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট বা পিএএফএফ ৷ হামলার সঙ্গে সঙ্গে ভারতীয় সেনা, পুলিশের যৌথ দল পালটা অভিযান চালায় ৷ এরপর দিন অর্থাৎ 22 ডিসেম্বর বাফলিয়াজ জেলায় তিন নাগরিকের মৃতদেহ পাওয়া যায় ৷ এই ঘটনায় ভারতীয় সেনা অন্তর্বর্তী তদন্তের নির্দেশ দেয় ৷ তদন্তের পর জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার ব্রিগেডিয়ার ইন-চার্জ-সহ তিন জন সেনা আধিকারিককে সরিয়ে দেওয়া হয় ৷
এই বিতর্কের মধ্যে আজ, 27 ডিসেম্বর জম্মু-কাশ্মীরে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ ৷ সেনা জওয়ানদের মৃত্যুতে তিনি শোকপ্রকাশ করে বলেন, "সাধারণ মানুষের কাছে আপনারা কতটা মূল্যবান, তা আমায় আলাদা করে বলতে হবে না ৷ কোনও জওয়ান শহিদ হলে তাঁর জন্য যত ভিড় হয়, কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতেও তত লোক জড়ো হয় না ৷"
আরও পড়ুন:
- পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
- 'উপত্যকায় সন্ত্রাসবাদ বহাল, কেন্দ্রের নজর শুধুই পর্যটনে', পর্যটন-নিরাপত্তা প্রশ্নে দাবি ফারুক আব্দুল্লার
- জম্মু ও কাশ্মীর সংক্রান্ত 2টি সংশোধনী বিল পেশ শাহর, 370 ধারা খারিজ নিয়ে রায় দেবে শীর্ষ আদালত