পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Assembly elections in J-K : বছরের শেষে হতে চলেছে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন

কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh says Assembly elections in J-K possibly by Year-end) ।

Assembly elections in J-K News
Assembly elections in J-K News

By

Published : Jun 17, 2022, 6:43 PM IST

Updated : Jun 17, 2022, 7:30 PM IST

জম্মু, 17 জুন : চলতি বছরের শেষেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন (Assembly elections in J-K possibly by year-end) । শুক্রবার কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের সম্ভাবনার কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । এই মুহূর্তে দু'দিনের ভূ-স্বর্গ সফরে রয়েছেন তিনি । সেখানেই মহারাজা গুলাব সিংয়ের রাজ্যাভিষেকের 200তম বছর উদযাপনের একথা জানান প্রতিরক্ষা মন্ত্রী ।

সম্প্রতি সীমান্ত বৃদ্ধি সংক্রান্ত বিষয় মিটে যাওয়ায় জম্মু ও কাশ্মীর বিধানসভা সিটের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 90-তে । যার মধ্যে জম্মুতে 43 এবং কাশ্মীরে 47টি আসন রয়েছে ।

আরও পড়ুন : সন্ত্রাসে অর্থ জোগানের উৎস খুঁজতে ভূস্বর্গে ফের দফায় দফায় হানা এনআইএ-র

জানা গিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং অনুপ চন্দ্র পাণ্ডে জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিককে বিধানসভা কেন্দ্রগুলির একটি মানচিত্র তৈরি করার নির্দেশ দিয়েছেন ।

Last Updated : Jun 17, 2022, 7:30 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details