জম্মু, 17 জুন : চলতি বছরের শেষেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন (Assembly elections in J-K possibly by year-end) । শুক্রবার কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের সম্ভাবনার কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । এই মুহূর্তে দু'দিনের ভূ-স্বর্গ সফরে রয়েছেন তিনি । সেখানেই মহারাজা গুলাব সিংয়ের রাজ্যাভিষেকের 200তম বছর উদযাপনের একথা জানান প্রতিরক্ষা মন্ত্রী ।
সম্প্রতি সীমান্ত বৃদ্ধি সংক্রান্ত বিষয় মিটে যাওয়ায় জম্মু ও কাশ্মীর বিধানসভা সিটের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 90-তে । যার মধ্যে জম্মুতে 43 এবং কাশ্মীরে 47টি আসন রয়েছে ।