নয়া দিল্লি, 13 জুন : দেশের যুদ্ধ বা যুদ্ধের মতোই গুরুত্বপূর্ণ কার্যকলাপের (war/operations) যাবতীয় তথ্য সংরক্ষণ (archiving) গোপন না রেখে জনসাধারণকে জানানো (declassification) আর প্রকাশ করা (publication) নিয়ে একটি নতুন নীতির কথা ঘোষণা করেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷
শনিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সংরক্ষণ বিশেষজ্ঞরা দেশের 25 বছরেরও আগের যুদ্ধ ও কার্যকলাপ সংক্রান্ত তথ্য মূল্যায়ন করবেন ৷ এর পর তা সংকলন করে পাঠিয়ে দেবেন দেশের জাতীয় সংরক্ষণাগারে (National Archives of India) ৷ এই কাজ করতে প্রতিরক্ষা মন্ত্রকেরই বিভিন্ন দফতর, যেমন সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী, উপকূলের নিরাপত্তাবাহিনী, সামরিক বাহিনীর অন্য বিভাগের কর্মী, অসম রাইফেলস-এর সহযোগিতা দরকার ৷ এই কাজ শুরু করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন কার্গিল রিভিউ কমিটির প্রধান কে সুব্রাহ্মণিয়ম, এনএন ভোরা কমিটি ৷ তাঁদের মতে, এতে ঘটনাগুলি থেকে নতুন যা কিছু শিক্ষা পাওয়া গিয়েছে, তার বিশ্লেষণ করা হবে আর ভবিষ্যতে একই ভুল হওয়া আটকানো যাবে ৷ যে কোনও যুদ্ধ বা যুদ্ধ সংক্রান্ত কার্যকলাপ সম্পূর্ণ হওয়ার 2 বছরের মধ্যে এই বিশেষ কমিটি তৈরি হবে ৷ তার তথ্য সংগ্রহ থেকে সংকলন করার কাজ তিন বছরের মধ্যে শেষ করে সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দিতে হবে ৷