পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 13, 2021, 5:49 PM IST

ETV Bharat / bharat

Rajnath Singh : উত্তরপ্রদেশের প্রতিরক্ষা শিল্পই আত্মনির্ভর ভারত তৈরি করবে, দাবি রাজনাথের

উত্তরপ্রদেশ প্রতিরক্ষা শিল্প করিডরই আত্মনির্ভর ভারতের ভিত মজবুত করবে ৷ এমনটাই মনে করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনদিনের সফরে আপাতত উত্তরপ্রদেশেই রয়েছেন তিনি ৷ সেখানেই সংশ্লিষ্ট একটি কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন রাজনাথ ৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ৷

defence manufacturing units in UP will help to achieve atmanirbhar bharat, says Rajnath Singh
Rajnath Singh : উত্তরপ্রদেশের প্রতিরক্ষা শিল্পই আত্মনির্ভর ভারত তৈরি করবে, দাবি রাজনাথের

নয়াদিল্লি, 13 নভেম্বর :প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে আত্মনির্ভর ভারত গঠনের পথ প্রশস্ত করবে উত্তরপ্রদেশ ৷ যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) স্বপ্ন ৷ তিনদিনের উত্তরপ্রদেশ সফরে গিয়ে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ তিনি বলেন, ‘‘আমরা আমাদের শিল্পের প্রয়োজনীয়তা, ঝুঁকি এবং শক্তি বুঝি ৷ শিল্পই হল সেই মাধ্যম, যা সবথেকে দ্রুত আমাদের দেশকে আত্মনির্ভর করে তুলবে ৷ আর তাই আমি সর্বত্রই শিল্পের উপর গুরুত্ব আরোপ করি ৷’’

আরও পড়ুন :Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের

রাজনাথের মতে, সামরিক ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তুলতে মোদি সরকার যে কতটা বদ্ধপরিকর, তার প্রমাণ হল উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রতিরক্ষা শিল্প করিডর স্থাপন ৷ মন্ত্রীর বিশ্বাস, এভাবেই সামরিক ক্ষেত্রে দেশের প্রয়োজন মেটানো সম্ভব ৷ এদিন উত্তরপ্রদেশ প্রতিরক্ষা শিল্প করিডর (Uttar Pradesh Defence Industrial Corridor) বা ইউপিডিআইসি (UPDIC)-তে বিনিয়োগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন রাজনাথ ৷

এদিন রাজনাথ জানান, প্রতিরক্ষা শিল্পে বরাদ্দ বাড়াতে এবং এই ক্ষেত্রের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সহায়তায় প্রকল্প চালু করার কথাও ভাবা হচ্ছে ৷ তিনি বলেন, ‘‘এই প্রথম দেশীয়ভাবে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের জন্য বেসরকারি শিল্প সংস্থাকে সুযোগ দেওয়া হচ্ছে ৷’’ মোদি জমানায় যে এই বিষয়ে অনেক বেশি কাজ হয়েছে, নিজের বক্তব্যে তাও বুঝিয়ে দিয়েছেন রাজনাথ ৷ তিনি বলেন, ‘‘2014 সাল থেকে এখনও পর্যন্ত 350টিরও বেশি বেসরকারি সংস্থাকে প্রতিরক্ষা সামগ্রী তৈরির লাইসেন্স দেওয়া হয়েছে ৷ অথচ 2000 থেকে 2014 সালের মধ্যে এই সংখ্যাটাই ছিল মাত্র 200 ৷’’

আরও পড়ুন :Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি

ইউপিডিআইসি-র ভবিষ্যৎ নিয়েও যথেষ্ঠ আশাবাদী রাজনাথ সিং ৷ তাঁর দাবি, ইউপিডিআইসি প্রতিরক্ষা সংস্থাগুলিকে যোগাযোগের মাধ্যম, সম্পদ ও শিল্প স্থাপনের উপযোগী পরিবেশ সরবরাহ করবে ৷ প্রয়োজনে ডিআরডিও-র কাছ থেকে বিনামূল্যে প্রযুক্তিগত সহায়তা মিলবে ৷ বিশ্বমানের সেরা প্রযুক্তি আমদানি করতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমাও বাড়ানো হবে ৷

ABOUT THE AUTHOR

...view details