নয়াদিল্লি, 04 ডিসেম্বর: প্রতিরক্ষা ক্ষেত্রেও (Defence Export of India) আত্মনির্ভরতা বাড়ানোর ডাক দিয়েছে কেন্দ্র । একইসঙ্গে প্রতিরক্ষা বাণিজ্যের বাজারেও খুব একটা পিছিয়ে নেই ভারত । শনিবার এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) । তিনি জানিয়েছেন, গত 7 বছরে 38 হাজার কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করেছে সরকার । প্রতিরক্ষা সরঞ্জাম-সহ সব ধরনের পণ্যের ক্ষেত্রেই খুব শীঘ্রই বিশ্ব মানচিত্রে ভারত অন্যতম রফতানিকারী দেশ হিসেবে উঠে আসবে বলে আশাবাদী তিনি ।
সোসাইটি অব ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স আয়োজিত ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প (Micro, Small and Medium Enterprises) নিয়ে এদিন একটি সমাবেশে যোগ দেন রাজনাথ । সেখানে তিনি বলেন, ‘‘85 হাজার কোটি টাকার মহাকাশ এবং প্রতিরক্ষা শিল্প রয়েছে আমাদের ৷ এর মধ্যে বেসরকারি ক্ষেত্রের নিয়োগ রয়েছে 18 হাজার কোটি টাকা ৷’’
আরও পড়ুন:Amit Shah on Repeal of Article 370 : 370 ধারা অবলুপ্তির পর কাশ্মীরে সুদিন ফিরেছে, দাবি অমিত শাহের