দিল্লি, 24 নভেম্বর : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার ৷ বুধবার দুপুরের পর ঘণ্টায় প্রায় 100 থেকে 120 কিলোমিটার বেগে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন ৷ পরিস্থিতি মোকাবিলায় যথাসাধ্য সহযোগিতা করবে কেন্দ্র, টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
টুইটে প্রধানমন্ত্রী জানান, তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীর সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের তরফে সব রকম সহযোগিতা করা হবে বলে নিশ্চিত করেছেন ৷ পাশাপাশি যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে খবর সেখানকার বাসিন্দাদের সুরক্ষা এবং মঙ্গল কামনা করেছেন ৷