নয়াদিল্লি, 8 ডিসেম্বর : স্ত্রী মধুলিকার সঙ্গে সুলুর এয়ারবেস থেকে বায়ুসেনার চপারে যাচ্ছিলেন ওয়েলিংটন আর্মি সেন্টারে ৷ পৌঁছনো হল না গন্তব্যে ৷ কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে মাঝ আকাশ থেকে কুন্নুরে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এমআই-17ভি-5 ৷ সেই চপারেই সওয়ার ছিলেন 2019 ডিসেম্বরে দেশের প্রথম সর্বাধিনায়কের পদে আসীন হওয়া বিপিন রাওয়াত (First CDS Bipin Rawat) ৷ ওয়েলিংটনের সেনা হাসপাতালে কয়েকঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্রয়াত হন জেনারেল বিপিন রাওয়াত () ৷
Military Career Of Bipin Rawat : উরি সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম মাস্টার-প্ল্যানার, একনজরে রাওয়াতের উল্লেখযোগ্য কীর্তি - General Rawat was part of the planning for the surgical strikes following terrorist attack
কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে মাঝ আকাশ থেকে কুন্নুরে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এমআই-17ভি-5 ৷ সেই চপারেই সওয়ার ছিলেন 2019 ডিসেম্বরে দেশের প্রথম সর্বাধিনায়কের পদে আসীন হওয়া বিপিন রাওয়াত ৷ ওয়েলিংটনের সেনা হাসপাতালে কয়েকঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্রয়াত হন বিপিন রাওয়াত (CDS General Bipin Rawat Died In Helicopter Crash in Tamil Nadu) ৷
উরি সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম মাস্টারপ্ল্যানার, একনজরে বিপিন রাওয়াতের উল্লেখযোগ্য কীর্তি
মর্মান্তিক চপার দুর্ঘটনায় চলে গেলেন বিপিন রাওয়াত কিন্তু রেখে গেলেন এক বর্ণময় কেরিয়ার ৷ 2016 উরি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চর্চা হয়েছিল বিদেশেও, সবক শেখানো গিয়েছিল প্রতিবেশী দেশকে ৷ সেই উরি সার্জিক্যাল স্ট্রাইক যাঁদের পরিকল্পনায় বাস্তব রূপ পেয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন সদ্যপ্রয়াত বিপিন রাওয়াত ৷ একনজরে জেনারেল বিপিন রাওয়াতের বর্ণময় কেরিয়ার ৷
- বিগত চার দশক ধরে ব্রিগেডিয়ার কম্যান্ডার, সাউদার্ন কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং ইন-চিফ, কর্নেল মিলিটারি সেক্রেটারি, ডেপুটি মিলিটারি সেক্রেটারি-সহ একাধিক পদ সামলেছেন ৷
- ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে একটি বহুজাতিক ব্রিগেডকে নেতৃত্বপ্রদান করে প্রশংসিত হয়েছিলেন ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক ৷
- 2015 উত্তর-পূর্ব ভারতে ভারতীয় সেনা সুনিপুণ কৌশলে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড-খেলপাং জঙ্গির অতর্কিত হামলার পাল্টা দিয়েছিল ৷ সেই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বিপিন রাওয়াত (General Rawat had supervised Indian Army successfully responded to an ambush by NSCN-K militants) ৷
আরও পড়ুন : Bipin Rawat Passes Away : সেনা কপ্টারেই থেমে গেল সেনা সর্বাধিনায়কের যাত্রা
- 2016 উরি সেনা ছাউনিতে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন বিপিন রাওয়াত (General Rawat was part of the planning for the surgical strikes following terrorist attack) ৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার যে অভিযান চলেছিল, নয়াদিল্লির সাউথ ব্লক থেকে গোটা অপারেশনটি নিয়ন্ত্রণ করেছিলেন বিপিন রাওয়াত ৷