পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কমেছে চাহিদা, উদ্বৃত্ত অক্সিজেন অন্যান্য রাজ্যকে দিতে চায় দিল্লি

অবশেষে কিছুটা হলেও স্বস্তিতে দিল্লির সরকার ৷ রাজধানীতে কমছে করোনার দৈনিক সংক্রমণ ৷ কমছে অক্সিজেনের চাহিদাও ৷ এবার তাই উদ্বৃত্ত অক্সিজেন অন্যান্য রাজ্য়ে পাঠাতে চায় তারা ৷ ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্রকে চিঠি লিখেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷ 700 মেট্রিক টনের বদলে এখন দৈনিক অক্সিজেন লাগছে 582 মেট্রিক টন ৷

Declining demand, Delhi wants to give surplus oxygen to other states
কমেছে চাহিদা, উদ্বৃত্ত অক্সিজেন অন্যান্য রাজ্যকে দিতে চায় দিল্লি

By

Published : May 13, 2021, 6:55 PM IST

নয়াদিল্লি, 13 মে : অবশেষে কমল দিল্লির দৈনিক অক্সিজেনের চাহিদা ৷ উদ্বৃত্ত অক্সিজেন তাই অন্যান্য রাজ্যকে বণ্টন করা যেতে পারে ৷ বৃহস্পতিবার একথা জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ রাজধানীতে করোনার সংক্রমণ কিছুটা কমাতেই মেডিক্য়াল অক্সিজেনের চাহিদাও কমেছে বলে জানিয়েছেন তিনি ৷

এদিন মণীশ বলেন, ‘‘অক্সিজেনের চাহিদা ক্রমশ কমছে ৷ খালি হচ্ছে হাসপাতালের শয্যা ৷ 15 দিন আগেও আমাদের দৈনিক 700 মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন ছিল ৷ এখন তা কমে হয়েছে 582 মেট্রিক টন ৷ আমরা ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি ৷ আমরা জানিয়ে দিয়েছি, এখন আমাদের দৈনিক 582 মেট্রিক টন অক্সিজেনেই কাজ চলে যাচ্ছে ৷ তাই দিল্লির জন্য বরাদ্দ উদ্বৃত্ত অক্সিজেন অন্য রাজ্যগুলিকে দেওয়া যেতে পারে ৷’’

এদিন অক্সিজেনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দিল্লি হাইকোর্টকেও কৃতজ্ঞতা জানিয়েছেন মণীশ সিসোদিয়া ৷ তিনি বলেন, সম্প্রতি করোনার সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় দিল্লিজুড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় ৷ সেই অবস্থায় রাজধানীতে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতে দিল্লি হাইকোর্ট যেভাবে হস্তক্ষেপ করেছে, তাতে রাজ্য সরকার কৃতজ্ঞ ৷ একইভাবে অক্সিজেনের জোগান অব্য়াহত রাখার জন্য কেন্দ্রকেও ধন্যবাদ জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন :টিকা, অক্সিজেন, ওষুধের মতোই প্রধানমন্ত্রীও নিখোঁজ: রাহুল

ইতিমধ্যে শেষ 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে 10 হাজার 489 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ যা আগের দিনের তুলনায় 21 শতাংশ কম ৷ দৈনিক সংক্রমণের হার নেমে গিয়েছে 14.24 শতাংশে ৷

ABOUT THE AUTHOR

...view details