রাঁচি (ঝাড়খণ্ড), 16 সেপ্টেম্বর : চিকিৎসার জন্য বিদেশযাত্রায় আর কোনও বাধা রইল না রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালু প্রসাদ যাদবের (RJD president Lalu Prasad Yadav) ৷ শুক্রবার ঝাড়খণ্ডের রাঁচির বিশেষ সিবিআই আদালত (Ranchi Special CBI Court) এই নিয়ে নির্দেশ দিয়েছে ৷ এর ফলে আগামী 20 সেপ্টেম্বর সিঙ্গাপুরে (Singapore) চিকিৎসার জন্য যেতে পারবেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ৷
পশুখাদ্য কেলেঙ্কারিতে (Fodder Scam Case) সাজাপ্রাপ্ত লালু প্রসাদ যাদব ৷ তাঁর পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা রয়েছে ৷ তিনি এখন জামিনে জেলের বাইরে রয়েছেন ৷ চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যেতে চান ৷ তাই তাঁর পাসপোর্ট ফেরানোর জন্য আদালতে আবেদন করেন ৷
প্রায় দু’মাস আগে তিনি ওই আবেদন করেছিলেন ৷ অবশেষে শুক্রবার রায় দিল রাঁচির বিশেষ সিবিআই আদালত ৷ এদিন আদালত লালু প্রসাদ যাদবের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত কয়েক বছর ধরে কিডনি, হৃদযন্ত্রের সমস্যা, ডায়াবিটিস ও অন্য নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ মাস কয়েক আগে তিনি বাড়িতে সিঁড়ি থেকে পড়েও যান ৷ তার পর তাঁকে পটনার একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে কয়েকদিন চিকিৎসা হয় ৷ সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয় হয় ৷ সেখানে তিনি বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন ৷
এদিকে এই সময়ের মধ্যেই বদলে যায় বিহারের রাজনৈতিক পরিস্থিতি ৷ বিজেপির সঙ্গ ত্যাগ করেন নীতীশ কুমার ৷ আবার তিনি মহাজোটের শরিক হন ৷ জেডিইউ, আরজেডি ও কংগ্রেস এবং অন্যদলগুলি ফের বিহারের সরকার গড়েছে ৷ মুখ্যমন্ত্রী থেকে গিয়েছেন নীতীশ কুমার ৷ আবার বিহারের উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব ৷ দিন কয়েক আগে নীতীশ দেখাও করেছেন লালুর সঙ্গে ৷
আরও পড়ুন :শারীরিক অবস্থা ভালো নয়, এয়ারলিফ্ট করে দিল্লি এইমসে আনা হচ্ছে লালুপ্রসাদকে