পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Noida Lift Crash: নয়ডায় লিফট দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 8, ন’জনের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

Noida Lift Crash Death Toll Rises to 8: শুক্রবার গ্রেটার নয়ডায় একটি নির্মীয়মান আবাসনে সার্ভিস লিফট ছিঁড়ে পড়ে ৷ ঘটনাস্থলে চার শ্রমিকের মৃত্যু হয় ৷ পরে আরও চারজন মারা যান ৷ এখনও চিকিৎসাধীন আরও একজন ৷ পুলিশ ন’জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

Noida Lift Crash
Noida Lift Crash

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 1:35 PM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: নয়ডায় লিফট দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল আট ৷ শুক্রবার গ্রেটার নয়ডা পশ্চিমের একটি নির্মীয়মান গ্রুপ হাউজিং সোসাইটিতে সার্ভিস লিফট ছিঁড়ে 14 তলা থেকে পড়ে যায় ৷ ওই ঘটনায় আগেই চারজন শ্রমিকের মৃত্যু হয় ৷ পাঁচজন আহত হন ৷ তাঁদের মধ্যে চারজনের মৃত্য়ুতেই মৃতের সংখ্যা বেড়ে হল আট ৷ এখনও আহত হয়ে হাসপাতালে একজন ভর্তি ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷ আহত ও মৃতরা সকলেই বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

গ্রেটার নয়ডা পশ্চিমের আম্রপালি ড্রিম ভ্যালি সোসাইটির নির্মাণকারী সংস্থা এনবিসিসি ৷ দীর্ঘদিন ধরে এই প্রকল্পটি পড়েছিল ৷ তার পর সরকার পরিচালিত সংস্থা এনবিসিসি নির্মাণ কাজ শুরু করে ৷ তার মধ্য়েই শুক্রবার সকাল সাড়ে 8টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে ৷ এই নিয়ে পুলিশ এফআইআর দায়ের করেছে ৷ এফআইআর-এ এনবিসিসি-র দুই আধিকারিক-সহ ন’জনের নাম রয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক হত্যা, অবহেলার কারণে আঘাত, অন্যান্য অভিযোগের ধারা এফআইআর-এ দিয়েছে পুলিশ ৷

পুলিশের তরফে জানা গিয়েছে, লিফটটি নিচ থেকে উপরের দিকে উঠছিল শ্রমিকদের নিয়ে ৷ সেই সময় লিফটে ন’জন শ্রমিক ছিলেন ৷ 14 তলায় গিয়ে লিফটি ছিঁড়ে পড়ে যায় ৷ তার জেরেই এই দুর্ঘটনা ঘটে ৷ স্থানীয় জেলাশাসক মণীশ বর্মা ঘটনাস্থলে গিয়ে কীভাবে দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখেন শুক্রবার ৷ তিনি হাসপাতালেও গিয়েছিলেন ৷ সেখানে আহতদের চিকিৎসার খোঁজও করেন ৷

তিনি সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "আমরা শ্রম কোডের নির্দেশিকা ও আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণের সুপারিশ করব ।’’ দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছিলেন ৷ কার গাফিলতিতে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:নির্মীয়মান বিল্ডিংয়ের লিফট ছিঁড়ে মৃত 4 শ্রমিক

ABOUT THE AUTHOR

...view details