দিল্লি, 9 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, 28টি দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ 171 জন । তার মধ্যে তপোবনের টানেলে এখনও 35 জন আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে । টুইট করে এমনটাই জানালেন উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার ।
উত্তরাখণ্ডের চামোলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা । জোশিমঠের কাছে রিঙ্গি এলাকায় সেনা কাজ করছে দিন-রাত । এইসঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের টাস্ক ফোর্সের কর্মীরা সুরঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে । আকাশপথে উদ্ধারের জন্য পাঠানো হয়েছে সেনার চিতা হেলিকপ্টার । প্রস্তুত রাখা হয়েছে, মার্কোস কমান্ডোদেরও ।