মুম্বই, 25 জুলাই : প্রবল বৃষ্টি, ধসে প্রায় 112 জন মারা গিয়েছেন ৷ 99 জন নিখোঁজ মহারাষ্ট্রে ৷ রাজ্যের "রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট" (Relief and Rehabilitation department) শনিবার রাত পর্যন্ত এই হিসেব জানিয়েছে ৷
রাজ্য সরকার জানিয়েছে, 24 জুলাই রাত 9.30 পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 1 লক্ষ 35 হাজার মানুষকে বন্যা বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৷ 112 জন মানুষ আর 3 হাজার 221 টি পশু মারা গিয়েছে ৷ 99 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷
আরও পড়ুন : মহারাষ্ট্রে রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি আর ধসে মৃত 136, বললেন মন্ত্রী
এরমধ্যে আবার বন্যার জলে মহারাষ্ট্রের সাংগলি (Sangli) জেলার বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে ৷ ওই অঞ্চলের এক বাসিন্দা বলেন, "পরিস্থিতি ভাল নয় ৷ জল এখন সামডোলির দিকে যাচ্ছে ৷ অনেক গাড়ি আটকে রয়েছে ৷" গ্রামবাসীরা সারাক্ষণ জলস্তরের দিকে নজর রাখছেন ৷ তেমন আরেক গ্রামবাসী প্রমোদ বলেন, "আমরা এখানে বসে আছি যাতে বন্যার জল সামডোলিতে (Samdoli) ঢুকতে না পারে ৷ জল বেরিয়ে গেলে আমাদের প্রতিদিনের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে ৷" সামডোলির সরপঞ্চ ভৈবভ বলেন, "60-70 জনকে সরানো হয়েছে ৷ বন্যায় তাদের বাড়িঘর ভেসে গিয়েছে ৷" তবে একজন স্থানীয় জানালেন, সরকার দাবি করছে জলের স্তর কমছে, একেবারেই তা হচ্ছে না ৷ ওয়ারানা নদী (Warana) ফুলে উঠেছে, তাই জলের স্তর ক্রমশ বাড়ছে ৷
মুম্বই তো বটেই, মহারাষ্ট্রের বহু জেলা বন্যায়, ধসে বিধ্বস্ত ৷ দেশের আবহাওয়া দফতর (indian meteorological department) 5টি জেলায় লাল সতর্ক বার্তা (red alert) জারি করেছে ৷ বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (Brihanmumbai Municipal Corporation, BMC) রায়গড় (Raigad) আর কোলাপুরের (Kolhapur) উদ্দ্যেশে বিশেষ দুটি দলকে পাঠিয়েছে ৷ এনডিআরএফ (National Disaster Responce Force, NDRF) আরও 8টি দলকে মহারাষ্ট্রের বানভাসি এলাকাগুলিতে উদ্ধারকাজে মোতায়েন করেছে ৷ সব মিলিয়ে মোট 34টি দল উদ্ধারকাজ আর ত্রাণের কাজ চালিয়ে যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় ৷