পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kerala Blast Death Toll: কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3, রাতে প্রাণ গেল নাবালিকার - কনভেনশন সেন্টারে বিস্ফোরণ

Kerala Kalamassery Blast: কেরলে কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন ৷ বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়ে যাওয়া এক নাবালিকার মৃত্যু হয়েছে রবিবার রাতে ৷

Kerala convention centre Blast
কেরলে বিস্ফোরণে মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 10:40 AM IST

Updated : Oct 30, 2023, 10:47 AM IST

কোচি, 30 অক্টোবর:কেরলে কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 ৷ রবিবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছিল ৷ রাতে আরও একজনের মৃত্যু হয়েছে ৷ মৃতের নাম লিবিনা ৷ বয়স 12 বছর ৷ সে এর্নাকুলাম জেলার মালায়াতুরের বাসিন্দা। বিস্ফোরণের জেরে নাবালিকার শরীরের 95 শতাংশ পুড়ে গিয়েছিল ৷ সে কালামাসেরি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি ছিল ৷ অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে হাসপাতালেই তার মৃত্যু হয় ৷

কালামাসেরি হাসপাতালের মেডিক্যাল বোর্ড এক বিবৃতিতে বলে, "রবিবার সকালে ওই বালিকাকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। তার শরীরের 95 শতাংশ অংশ পুড়ে গিয়েছিল। তাকে ভেন্টিলেটরে রাখতে হয় ৷ তবে ভেন্টিলেটরে রাখার সত্ত্বেও তার অবস্থার অবনতি হতে থাকে ৷ যার ফলে রবিবার রাত 12.40 নাগাদ তার মৃত্যু হয় ।"

রবিবার সকালে কেরলের কালামাসেরিতে একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ সে সময় সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল ৷ সেই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে আজ হয়েছে তিনজন ৷ এমনটাই প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন। কনভেনশনে সেন্টারে বিস্ফোরণের ঘটনায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ৷ তিনি এই বৈঠকে সভাপতিত্ব করবেন।

আরও পড়ুন:কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃত বেড়ে 2, আহত 52; তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় মোট 52 জন আহত হয়েছেন ৷ তাঁদের বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে । তিনি কালামাসেরি হাসপাতাল পরিদর্শন করেছেন ৷ সেখানে 30 জন ভরতি রয়েছেন । রবিবার তিনি বলেন, "18 জন আইসিইউ'তে রয়েছে ৷ ছ'জন গুরুতর আহত হয়েছেন ৷ বাকি আহতদের অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ৷" কেরলের ডিজিপি শাইক দারভেশ সাহেব সাংবাদিকদের বলেছেন, "প্রাথমিক তদন্ত অনুসারে বিস্ফোরণের নেপথ্যে আছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। ঠিক কী হয়েছে তা আমরা পরীক্ষা করে দেখছি ৷"

Last Updated : Oct 30, 2023, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details