বালাসোর, 4 জুন:ওড়িশার বালাসোরে ভায়বহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে হল 275 জন ৷ শনিবার রাতে রেল ও ওড়িশা প্রশাসনের তরফে পাওয়া শেষ তথ্যে জানা গিয়েছিল মৃতের সংখ্যা 288 ৷ তবে রবিবার ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জানিয়েছেন, কয়েকটি মৃতদেহ একাধিকবার গোনা হয়, তার জেরেই এই সংখ্যা বেড়ে গিয়েছিল ৷ মৃতের সংখ্যা 275 ৷ তবে মৃতদের মধ্যে অনেককেই শনাক্ত করা সম্ভব হয়নি ৷
ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, মৃত 275 জনের মধ্যে 88 জনের দেহ সনাক্ত করা সম্ভব হয়েছে ৷ 78 জনের দেহ পরিবারেরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বাকি 187 জনের দেহ এখনও সনাক্ত করা সম্ভব হয়নি ৷ 170টি দেহ ইতিমধ্যেই ভুবনেশ্বরে পাঠানো হয়েছে ৷ সরকারি তথ্য অনুযায়ী, 1175 জন আহত হয়েছেন ৷ 793 জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন 382 জন ৷
তবে মৃতের সংখ্যা এভাবে কমিয়ে দেখানো নিয়ে রবিবার প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি জানান, রাজ্যের এখনও পর্যন্ত 62 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় ৷ তিনি বলেন, মৃতের সংখ্যা কী করে কমে যায় ? কেন এক একবার এক একরকম তথ্য দেওয়া হচ্ছে ৷ তাঁর কথায়, "সকালে এক তথ্য, দিনে এক তথ্য, রাতে এক তথ্য দেওয়া হচ্ছে ৷" বালাসোরের ঘটনায় ইতিমধ্যেই রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ রেলের গাফিলতির বিষয়টিও উঠে আসছে ৷ রেলের প্রাথমিক তদন্তেও সিগনালিং-এর গণ্ডগোলের বিষয়টি উঠে এসেছে ৷