পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Odisha Train Accident: 288 নয়, বালাসোর দুর্ঘটনায় মৃতের সংখ্যা 275; দাবি ওড়িশা সরকারের - ট্রেন দুর্ঘটনা

বালাসোরের ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে হল 275 ৷ শনিবার প্রশাসন 288 জনের মৃত্যুর কথা জানায় ৷ মৃতদের মধ্যে রয়েছেন বাংলার 62 জন ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jun 4, 2023, 6:49 PM IST

বালাসোর, 4 জুন:ওড়িশার বালাসোরে ভায়বহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে হল 275 জন ৷ শনিবার রাতে রেল ও ওড়িশা প্রশাসনের তরফে পাওয়া শেষ তথ্যে জানা গিয়েছিল মৃতের সংখ্যা 288 ৷ তবে রবিবার ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জানিয়েছেন, কয়েকটি মৃতদেহ একাধিকবার গোনা হয়, তার জেরেই এই সংখ্যা বেড়ে গিয়েছিল ৷ মৃতের সংখ্যা 275 ৷ তবে মৃতদের মধ্যে অনেককেই শনাক্ত করা সম্ভব হয়নি ৷

ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, মৃত 275 জনের মধ্যে 88 জনের দেহ সনাক্ত করা সম্ভব হয়েছে ৷ 78 জনের দেহ পরিবারেরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বাকি 187 জনের দেহ এখনও সনাক্ত করা সম্ভব হয়নি ৷ 170টি দেহ ইতিমধ্যেই ভুবনেশ্বরে পাঠানো হয়েছে ৷ সরকারি তথ্য অনুযায়ী, 1175 জন আহত হয়েছেন ৷ 793 জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন 382 জন ৷

তবে মৃতের সংখ্যা এভাবে কমিয়ে দেখানো নিয়ে রবিবার প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি জানান, রাজ্যের এখনও পর্যন্ত 62 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় ৷ তিনি বলেন, মৃতের সংখ্যা কী করে কমে যায় ? কেন এক একবার এক একরকম তথ্য দেওয়া হচ্ছে ৷ তাঁর কথায়, "সকালে এক তথ্য, দিনে এক তথ্য, রাতে এক তথ্য দেওয়া হচ্ছে ৷" বালাসোরের ঘটনায় ইতিমধ্যেই রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ রেলের গাফিলতির বিষয়টিও উঠে আসছে ৷ রেলের প্রাথমিক তদন্তেও সিগনালিং-এর গণ্ডগোলের বিষয়টি উঠে এসেছে ৷

উল্লেখ্য, কংগ্রেস, সিপিএমের মতো বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ট্রেন দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি তুলেছেন ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর পদত্যাগ চাননি ৷ তিনি রেলের নিরাপত্তা ও গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তবে ভারতীয় রেলওয়ে বোর্ডের সদস্য জয়া সিনহা ভর্মা জানিয়েছেন, রেল যাত্রী সুরক্ষা নিয়ে যথেষ্ট সচেতন ৷ বন্দে ভারত চলছে বলে অন্যদিকে গাফিলতি হচ্ছে এই অভিযোগ ঠিক নয় ৷

আরও পড়ুন: রেলকে বেচে দেওয়ার ছক কষছে কেন্দ্র, বালাসোর বিপর্যয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত মমতা

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ ওড়িশার বালাসোরে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা ঘটে ৷ লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারে হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ৷ ঘটনার অভিঘাতে লাইনচ্যুত হয় করমণ্ডলের 21টি বগি ৷ পাশের ডাউন লাইনে গিয়ে পড়ে কয়েকটি বগি ৷ সেই সময় ডাউন লাইন দিয়ে যাচ্ছিল হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস ৷ ট্রেনটির শেষ দুটি বগিতে গিয়ে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি ৷

ABOUT THE AUTHOR

...view details