পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Death threats against Modi and Yogi: প্রাণনাশের হুমকি মোদি ও যোগীকে, তদন্তে পুলিশ - Death threats against Modi and Yogi

ই-মেল মারফৎ হুমকি দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ৷ এর আগেও তাঁদের প্রাণ মারার হুমকি দেওয়া হয়েছিল ৷

Etv Bharat
হুমকি দেওয়া হল নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথকে

By

Published : Apr 5, 2023, 7:38 PM IST

নয়াদিল্লি, 5 এপ্রিল: প্রাণে মারার হুমকি দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ৷ জানা গিয়েছে, একটি বেসরকারি সংবাদ চ্যানেলের সিইওকে ই-মেল করে এক যুবক এই হুমকির কথা জানায় বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নয়ডার সেক্টর-20 থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, যে যুবক ওই হুমকি মেল পাঠিয়েছিল তার নাম কার্তিক সিং ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ নয়ডার সেক্টর-20 থানার পুলিশ ইনচার্জ মনোজ কুমার সিং জানিয়েছেন, কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে ৷ উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসেও একই ভাবে একটি ই-মেল মারফৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দেওয়া হয়েছিল ৷ সেসময় বলা হয়েছিল আরডিএক্স ব্যবহার করে আত্মঘাতী হামলা করা হবে প্রধানমন্ত্রীর উপর ৷

একইভাবে এর আগে প্রাণে মারার হুমকি বার্তা পেয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ৷ গত বছর 2 অগস্ট উত্তরপ্রদেশের পুলিশ কন্ট্রোল রুমের ইমারজেন্সি হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে ওই হুমকি দেওয়া হয় ৷ ওই বার্তায় বলা হয় 3 দিনের মধ্যে বোমা দিয়ে হামলা চালানো হবে যোগী আদিত্যনাথের উপরে ৷ চলতি বছরের ফেব্রুয়ারিতেও উত্তরপ্রদেশের বাসভবনের সামনে বোমা রাখার গুজব রটেছিল ৷ তবে তল্লাশির পর কিছু খুঁঝে পায়নি বোম ডিস্পোসাল স্কোয়াড ৷

আরও পড়ুন: বকেয়া না পেলে কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বঞ্চিতদের নিয়ে দিল্লিতে ধরনার হুঁশিয়ারি অভিষেকের

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেওয়ার ঘটনাও নতুন নয় ৷ এর আগেও একাধিকবার তাঁকে হুমকি দেওয়া হয়েছে ৷ যদিও সর্বোচ্চ নিরাপত্তা পান প্রধানমন্ত্রী, তাঁকে ঘিরে থাকে এসপিজি-এর নিরাপত্তা বলয় ৷ তবে এই ধরনের হুমকির পর গুরুত্ব দিয়েই সেগুলির তদন্ত করা হয় ৷ এমনিতেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই থাকেন ৷ তবুও তাঁদের নিরাপত্তা বলয়ে ফাঁকের ঘটনা একাধিকবার ঘটেছে ৷ তাই নিরাপত্তা এজেন্সিগুলি এই হুমকি বার্তাকে গুরুত্ব দিয়েই দেখছেন ৷

ABOUT THE AUTHOR

...view details