পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Death threat to Gautam Gambhir : গৌতম গম্ভীরকে খুনের হুমকি আইসিস কাশ্মীরের - Death threat to Gautam Gambhir

প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ গৌতম গম্ভীরকে খুনের হুমকি দিল আইসিস কাশ্মীর (Death threat to Gautam Gambhir) ৷ তা পাঠানো হয়েছে ইমেলের মাধ্যমে ৷ দিল্লি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ৷

Death threat to Gautam Gambhir
Death threat to Gautam Gambhir

By

Published : Nov 24, 2021, 11:27 AM IST

নয়াদিল্লি, 24 নভেম্বর : খুনের হুমকি দিয়ে ইমেল পাঠানো হল প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে (Death threat to Gautam Gambhir) ৷ আইসিস কাশ্মীর তাঁকে এই হুমকি পাঠিয়েছে বলে অভিযোগ ৷ ইতিমধ্যেই দিল্লির রাজেন্দ্রনগর থানা ও জেলা ডিসিপির কাছে অভিযোগ দায়ের করেছেন সাংসদ ৷ ইমেল ​​পাঠানোর আইপি অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা চলছে ৷

পূর্ব দিল্লির বিজেপি সাংসদ পরিবার নিয়ে রাজেন্দ্রনগর এলাকায় থাকেন । পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি জানান, আইসিস কাশ্মীর থেকে একটি ইমেল ​​পাঠিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । তাঁর পরিবারেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে । ডিসিপি শ্বেতা চৌহান জানিয়েছেন, আপাতত তাঁর বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে । পুলিশ তদন্ত শুরু করছে ।

পুলিশ সূত্রে খবর, সাংসদকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় দিল্লি পুলিশের স্পেশাল সেলকে জানানো হয়েছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের তরফে ৷ স্পেশাল সেল বিষয়টি খতিয়ে দেখছে ৷

আরও পড়ুন : Burnpur TMC Protest Against Dilip Ghosh : বার্নপুরে দিলীপকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, চলল খেলা হবে স্লোগান

ABOUT THE AUTHOR

...view details