পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ahmedabad Blasts Case : আমেদাবাদ বিস্ফোরণ মামলায় 38 জনকে প্রাণদণ্ড দিল আদালত

2008 সালের 26 জুলাই ৷ একের পর এক বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল আমেদাবাদের বিভিন্ন জায়গা ৷ দোষীদের সাজা ঘোষণা করল গুজরাতের বিশেষ আদালত (Ahmedabad Blasts Case) ৷

Ahmedabad Serial Blasts Case
2008 আমেদাবাদ বিস্ফোরণ মামলা

By

Published : Feb 18, 2022, 2:08 PM IST

আমেদাবাদ, 18 ফেব্রুয়ারি : ফাঁসির সাজা ঘোষণা করল বিশেষ আদালত ৷ 2008 সালে আমেদাবাদ বিস্ফোরণ মামলায় 38 জনের প্রাণদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল গুজরাতের বিশেষ আদালত (Special Court declares death penalty to 38 convicts in 2008 Ahmedabad blasts case) ৷ এই ঘটনায় 56 জন মারা গিয়েছিলেন ৷ জখম হয়েছিলেন দু'শোর বেশি ৷

আমেদাবাদ বিস্ফোরণ কাণ্ড মামলায় ইউএপিএ (Unlawful Activities (Prevention) Act, UAPA) আইনে এবং ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় (Section 302, Indian Penal Code, IPC) 49 জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত ৷ তাদের মধ্যে 38 জনকে ফাঁসির হুকুম দিয়েছে আদালত ৷

আরও পড়ুন : Lalu Convicted in Fodder Scam Case : পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ, সাজা ঘোষণা 21 ফেব্রুয়ারি

এই বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছেন বিচারপতি এআর প্যাটেল ৷ গুরুতর জখমদের জন্য 50 হাজার টাকা করে এবং তুলনামূলক কম ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে 25 হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন বিচারপতি ৷

এছাড়া 49 জন দোষীর প্রত্যেককে 2 লক্ষ 85 হাজার টাকা করে জরিমানা দিতে হবে ৷ 8 ফেব্রুয়ারি বিচারপতি প্যাটেল মোট 78 জন অভিযুক্তের মধ্যে 49 জনকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করেন ৷ ইউএপিএ এবং এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট-এর অধীনে খুন, দেশদ্রোহিতা এবং রাজ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরিতে মদত দেওয়ার অভিযোগ রয়েছে দোষীদের বিরুদ্ধে ৷

2008 সালের 26 জুলাই আমেদাবাদের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ হয় ৷ সরকারি হাসপাতাল, পৌরনিগমের আওতায় থাকা স্বাস্থ্যকেন্দ্র, আমেদাবাদ পৌরনিগম পরিচালিত এলজি হাসপাতাল, বাস, রাস্তার ধারে রাখা সাইকেল, গাড়ি সমেত বিভিন্ন জায়গায় একের পর এক বোমা হামলা চালায় দোষীরা ৷ প্রাণ হারিয়েছেন 56 জন ৷ অতঃপর ঘটনার প্রায় 13 বছর পর সাজা ঘোষণা করল বিশেষ আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details