পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kedarnath Dham : কেদারনাথে গিয়ে মৃত্যু বাঙালি তীর্থযাত্রীর - Death of a pilgrim who reached Kedarnath

কেদারনাথ ধামে তীর্থ করতে এসে মারা গেলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা অনুপ কুমার ৷ পরিবারের সঙ্গে কেদারনাথে তীর্থ করতে এসছিলেন তিনি ৷ কিন্তু হঠাৎ অসুস্থবোধ করায় তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

Kedarnath Dham
কেদারনাথে গিয়ে মৃত্যু বাঙালি তীর্থযাত্রীর

By

Published : Oct 13, 2021, 9:05 PM IST

রুদ্রপ্রয়াগ, 13 অক্টোবর : পশ্চিমবঙ্গ থেকে পরিবারের সঙ্গে কেদারনাথ ধামে তীর্থযাত্রী গিয়েছিলেন বাংলার এক পরিবার ৷ 63 বছরের অনুপ কুমার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৷ তারপর হেলিকপ্টার পরিষেবার মাধ্যমে তাঁকে ফাটা স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অনুপবাবুর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও ছেলেরা ৷ কেদারনাথে এসে হঠাৎই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে ৷ ক্রিস্টাল হেলি সার্ভিসের সাহায্যে তাঁকে ফাটাতে নিয়ে যাওয়া হয়। অনুপবাবুকে যখন হেলিপ্যাড থেকে বের করা হয়, তখন তিনি মাটিতে পড়ে যান। এরপর তাঁকে হেলিপ্যাডের কর্মীরা ফাটার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন : মন্ত্রিত্বের 20 বছর পূর্তিতে কেদারনাথ যাত্রা মোদির

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ফাটাতে কতর্ব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অনুপবাবু মৃত্যু হয়েছে। মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য জেলা হাসপাতাল রুদ্রপ্রয়াগে পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত কেদারনাথে দুই তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details