পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রবল ঠান্ডায় অমৃতসরে মৃত্যু প্রাথমিক স্কুল পড়ুয়ার

Student Death due to Cold: ঠান্ডাজনিত কারণে মৃত্যু হল সরকারি প্রাথমিক স্কুলের এক ছাত্রের ৷ অমৃতসরের ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া ৷

student death due to cold
ঠান্ডায় পড়ুয়ার মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 6:36 PM IST

অমৃতসর, 7 জানুয়ারি: প্রবল ঠান্ডায় মৃত্যু হল সরকারি স্কুলের এক ছাত্রের । ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে ৷ ছাত্রের মৃত্যুতে স্বাভাবিক নিয়মেই বিদ্যালয়ের কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । স্কুলের প্রধান শিক্ষক আদর্শ কৌর সান্ধু জানিয়েছে, প্রবল শীতে ঠান্ডা লেগে সর্দি ও জ্বরে ভুগছিল প্রদীপ। পড়ুয়ার চিকিৎসার জন্য তার বাবা-মা যথাসাধ্য চেষ্টা করেন ৷ কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি ।

পঞ্জাবে তীব্র ঠান্ডা, ঘন কুয়াশার সঙ্গে চলছে শৈত্যপ্রবাহ ৷ একদিকে দিনে দিনে বাড়ছে ঠান্ডার প্রকোপ ৷ লুধিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল গেমস উদ্বোধন করতে এসে শিক্ষামন্ত্রী হরজোত বাইনস জানিয়েছেন, এখন স্কুলে ছুটি পড়বে না ৷ শিক্ষামন্ত্রী বলেছেন, "লোকসভা নির্বাচনের কারণে ফেব্রুয়ারি মাসে শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে । ইতিমধ্যেই পঞ্জাবে ঠান্ডা আবহাওয়া এবং বন্যার কারণে স্কুলগুলিতে অতিরিক্ত ছুটি দেওয়া হয়ে গিয়েছে । যার ফলে স্কুলগুলির অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দিন কমবে ৷ তাই এরপর আর কোনও ছুটি দেওয়া যাবে না । শিশুদের লেখাপড়ায় ছুটির বিরূপ প্রভাব পড়ছে ৷ কারণ নির্বাচনের জন্য এবারে পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে ।"

পঞ্জাব সরকার রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শীতের জন্য আগেই ছুটি ঘোষণা করেছে ৷ 14 জানুয়ারি 2024 পর্যন্ত 3-6 বছর বয়সি শিশুদের ছুটি দেওয়া হয়েছে । সামাজিক সুরক্ষা, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী ডঃ বলজিৎ কৌর এই বিষয়ে তথ্য দিতে গিয়ে বলেছেন, "শীতের মরশুমে বাচ্চাদের পক্ষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা খুব কঠিন । তাই তাদের 14 জানুয়ারি 2024 পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন:

  1. ঠান্ডা আবহাওয়ায় পায়ের আঙুল ফুলে যাওয়া সমস্যা বাড়াতে পারে, সতর্ক থাকুন
  2. এই সুস্বাদু পানীয়গুলি আপনাকে শীতে গরম অনুভব করবে ! জেনে নিন সহজ রেসিপি
  3. আপনিও কি শীতকালে জয়েন্টের ব্যথায় ভুগছেন ? কমাতে এই ঘরোয়া উপায়গুলি অবলম্বন করুন

ABOUT THE AUTHOR

...view details