পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tourist Death : তাজমহল দেখতে গিয়ে মালদার পর্যটকের মৃত্যু

তাজমহল দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মালদার এক পর্যটকের (Malda Tourist Died of Heart Attack While Visiting Taj Mahal)। রবিবার তাজমহল কমপ্লেক্সে তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় পর্যটককে চিকিৎসার জন্য মাঙ্গলিক হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান ৷

Tourist Death news
তাজমহল দেখতে গিয়ে মালদার পর্যটকের মৃত্য়ু

By

Published : May 30, 2022, 7:58 AM IST

Updated : May 30, 2022, 8:13 AM IST

আগ্রা, 30 মে : তাজমহল দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হল দুর্গাপদ কুণ্ডু (67) নামে এক পর্যটকের ৷ তিনি মালদার বাসিন্দা (Malda Tourist Died of Heart Attack While Visiting Taj Mahal) ৷ রবিবার তাজমহল কমপ্লেক্সে দুর্গাপদবাবুর স্বাস্থ্যের অবনতি হলে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) কর্মীরা তাঁকে অবিলম্বে শান্তি মাঙ্গলিক হাসপাতালে নিয়ে যান । হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা দুর্গাপদ কুণ্ডুকে মৃত বলে জানান ৷

জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে । তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । এএসআই সুপারিনটেনডেন্ট প্রত্নতাত্ত্বিক রাজকুমার প্যাটেল জানান, পশ্চিমবঙ্গের মালদহের দুর্গাপদ কুণ্ডু নামে এক বাসিন্দা মারা গিয়েছেন । রবিবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে তাজমহল দেখতে এসেছিলেন তিনি । দুর্গাপদবাবু পশ্চিমবঙ্গ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী । তাজমহল কমপ্লেক্সের মধ্যে তিনি অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাঁকে রয়্যাল গেটের পশ্চিম দিকের একটি বেঞ্চে বসিয়ে নিজেরা তাজমহল দেখতে ব্য়স্ত হয়ে পড়ে । এরপর পর্যটক দুর্গাপদবাবুর স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি অজ্ঞান হয়ে যান । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এএসআই ও সিআইএসএফ কর্মীরা ।

আরও পড়ুন :Unnatural Death of Model : শহরে ফের উদ্ধার উঠতি মডেলের ঝুলন্ত দেহ, উঠছে অবসাদের তত্ত্ব

রাজকুমার প্যাটেল আরও জানান, এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীর অজ্ঞান হয়ে পড়ার খবর পান । সেই সময়ও তিনি বেঁচে ছিলেন ৷ ওই পর্যটককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় । এএসআই কর্মী এবং সিআইএসএফ কর্মীরা অজ্ঞান অবস্থায় ওই পর্যটককে স্ট্রেচারে করে পূর্ব গেট থেকে শান্তি মাঙ্গলিক হাসপাতালে নিয়ে যান । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান ৷

Last Updated : May 30, 2022, 8:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details