নয়াদিল্লি, 18 অক্টোবর: পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর। চার শতাংশ ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার। জল্পনা ছিল ডিএ বাড়াতে পারে কেন্দ্র ৷ তবে কবে সেই ঘোষণা করবে সরকার, তা নিয়ে কোনও নিশ্চয়তা ছিল না ৷ অবশেষে পুজোর আগেই ডিএ বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। যে খবর সামনে আসার পর স্বভাবতই খুশি সরকারি কর্মীরা।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ নিয়ে বৈঠক করে ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে চার শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷ এদিন মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। 1 জুলাই 2023 থেকে কার্যকর হবে এই বর্ধিত ডিএ ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 42 শতাংশ ডিএ পেয়ে থাকেন। আরও চার শতাংশ বৃদ্ধি হওয়ার ফলে যা 46 শতাংশ হল।
এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা 48.67 লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং 67.95 লক্ষ পেনশনভোগীদের উপকৃত করার জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ 4 শতাংশ হারে বাড়িয়েছে ৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিকদের জানান, মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফের অতিরিক্ত কিস্তি 1 জুলাই থেকেই প্রযোজ্য হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই বৃদ্ধি সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে গৃহীত ফর্মুলা অনুসারে হয়েছে।