পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

DA Increased by Central Govt: পুজোর মুখে 4 শতাংশ ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার - ডিএ

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। 1 জুলাই 2023 থেকে কার্যকর হবে এই বর্ধিত ডিএ ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 42 শতাংশ ডিএ পেয়ে থাকেন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 3:25 PM IST

Updated : Oct 18, 2023, 3:41 PM IST

নয়াদিল্লি, 18 অক্টোবর: পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর। চার শতাংশ ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার। জল্পনা ছিল ডিএ বাড়াতে পারে কেন্দ্র ৷ তবে কবে সেই ঘোষণা করবে সরকার, তা নিয়ে কোনও নিশ্চয়তা ছিল না ৷ অবশেষে পুজোর আগেই ডিএ বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। যে খবর সামনে আসার পর স্বভাবতই খুশি সরকারি কর্মীরা।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ নিয়ে বৈঠক করে ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে চার শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷ এদিন মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। 1 জুলাই 2023 থেকে কার্যকর হবে এই বর্ধিত ডিএ ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 42 শতাংশ ডিএ পেয়ে থাকেন। আরও চার শতাংশ বৃদ্ধি হওয়ার ফলে যা 46 শতাংশ হল।

এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা 48.67 লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং 67.95 লক্ষ পেনশনভোগীদের উপকৃত করার জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ 4 শতাংশ হারে বাড়িয়েছে ৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিকদের জানান, মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফের অতিরিক্ত কিস্তি 1 জুলাই থেকেই প্রযোজ্য হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই বৃদ্ধি সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে গৃহীত ফর্মুলা অনুসারে হয়েছে।

আরও পড়ুন: আদানিরা কয়লা আমদানিতে বেশি টাকা নেওয়ায় বিদ্যুতের দাম বেড়েছে, অভিযোগ রাহুলের

সরকারি সূত্রে খবর, মহার্ঘ ভাতার বর্ধিত হারের কারণে সরকারি কোষাগারে প্রায় 17 হাজার কোটি টাকার আর্থিক বোঝা বাড়বে। প্রসঙ্গত, মহার্ঘ ভাতার সুবিধা ছাড়াও, কর্মচারীদের অ্যাডহক বোনাসও দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র ৷ রেলের কর্মচারীদের দীপাবলি বার্ষিক বোনাসও দেওয়া হবে। এছাড়াও তিন মাসের বকেয়াও দেওয়া হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, এদিন লেহ সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে 20 হাজার কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ এর সঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "আমরা বিভিন্ন কর্মসূচি শুরু করেছি যার ফলশ্রুতিতে ফসল উৎপাদনে সাফল্য এসেছে। গত আট বছরে খাদ্যশস্যের উৎপাদন 31 শতাংশ বেড়েছে ৷" (পিটিআই)

Last Updated : Oct 18, 2023, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details