পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Specially abled raped in Delhi : দিল্লিতে মূক-বধির মহিলাকে লাগাতার ধর্ষণ - দিল্লিতে মূক-বধির মহিলাকে বারংবার গণধর্ষণ

মাসখানেক ধরে মূক-বধির এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে (woman raped in Delhi) ৷ নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তদন্ত চলছে ৷

physically challenged woman raped in Delhi
দিল্লিতে মূক-বধির মহিলাকে গণধর্ষণ

By

Published : Dec 7, 2021, 9:07 AM IST

নয়াদিল্লি, 7 ডিসেম্বর :দিল্লিতে এক মূক-বধির মহিলাকে বারংবার ধর্ষণের অভিযোগ উঠল (Deaf mute woman raped in Delhi) ৷ উত্তর-পূর্ব দিল্লিতে এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রেহান (34) মৌজপুরের বাসিন্দা ৷ গত নভেম্বর থেকে সে নির্যাতিতার উপর এই অত্যাচার চালাচ্ছিল ৷ ভজনপুরা থানায় রবিবার নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সোমবার তাকে আদালতে পেশ করা হয় ৷

মা ও বোনকে সঙ্গে নিয়ে ওই মূক-বধির নির্যাতিতা অভিযোগ দায়ের করতে এলেই তৎপর হয় পুলিশ ৷ তৎক্ষণাৎ দিল্লি কমিশনারের তরফে একজন কাউন্সেলর নিয়োগ করা হয় ৷ নির্যাতিতার মূক ও বধির হওয়ার তড়িঘড়ি ইন্টারপ্রিটার অর্থাৎ অনুবাদকের ব্যবস্থাও করা হয় ৷ এক আধিকারিক জানান, রবিবার অভিযোগ দায়ের করার পর বেশ রাত হয়ে যায় ৷ সেই সময় পুলিশের নিজস্ব কোনও ইন্টারপ্রিটার উপস্থিত ছিলেন না ৷ তাই প্রাইভেট ইন্টারপ্রিটারের ব্যবস্থা করে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয় ৷ 376 (2) (N) এবং 506 ধারায় মামলা রুজু হয় ৷

পুলিশ তদন্ত শুরু করেই নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করায় ৷ সোমবারই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয় ৷ তার বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

সম্প্রতি নারী সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানান দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্তানা ৷ বলেন, "লক্ষ্য হল, যদি কোনও মহিলা বা শিশু সমস্যা পড়ে, সেদিকে নজর দেওয়া ৷" তবে তাতেও মহিলাদের উপর অপরাধ কমেনি ৷ বরং গতবছরের তুলনায় তা বেড়েছে ৷ দিল্লি পুলিশের সমীক্ষায় দেখা যাচ্ছে, চলতি বছরের অক্টোবর পর্যন্ত 1 হাজারা 725 মহিলা ধর্ষণের শিকার হয়েছেন ৷ গত বছর অর্থাৎ 2020 সালের অক্টোবর পর্যন্ত সেই সংখ্যাটা ছিল 1 হাজার 429 ৷ দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় এই অপরাধ বেড়েছে 20 শতাংশ ৷ গতবছর মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ছিল 7 হাজার 948, যা চলতি বছরের এই সময়ের মধ্যেই বেড়ে দাঁড়িয়েছে 11 হাজার 527 ৷ চলতি বছরের গত 10 মাসে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে 45 শতাংশ ৷

আরও পড়ুন : suicide over blouse sewing issue : ব্লাউজ সেলাই হয়নি মনমতো, স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মঘাতী স্ত্রী

ABOUT THE AUTHOR

...view details