রাজস্থান, 9মে : রাজস্থানের সবাই মাধোপুর এলাকার রনথাম্বোর ন্যাশানাল পার্কে মিলল এক মহিলা বাঘের মৃতদেহ ৷ বন দফতরের তরফে জানানো হয়েছে, ন্যাশানাল পার্কের তামাখান এলাকা থেকে ওই বাঘের মৃতদেহ উদ্ধার হয় ৷ তবে ঠিক কী কারণে এই বাঘিনীর মৃত্যু হয়েছে তা পরিষ্কার করে বলতে পারেনি ন্যাশানাল পার্ক কর্তৃপক্ষ ৷ বাঘিনীটিকে বিষ দেওয়া হয়েছে নাকি কোনও শিকারির কবলে পড়ে তার মৃত্যু হয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বন দফতর ৷
বন দফতর সূত্রের খবর, টি-102 অ্যারোহেড নামের বাঘিনী গত বছর 4টি শাবকের জন্ম দিয়েছিল ৷ তার মধ্যেই একটি মহিলা শাবকের মৃত্যু হয়েছে তামাখনি এলাকায় ৷