পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রনথাম্বোর ন্যাশানাল পার্কে শাবক বাঘিনীর দেহ উদ্ধার - টি-102 অ্যারোহেড

টি-102 অ্যারোহেড নামের বাঘিনী গত বছর 4টি শাবকের জন্ম দিয়েছিল ৷ তার মধ্যেই একটি মহিলা শাবকের মৃত্যু হয়েছে তামাখান এলাকায় ৷

রণথাম্বোর ন্যাশানল পার্কে শাবক বাঘিনীর দেহ উদ্ধার
রণথাম্বোর ন্যাশানল পার্কে শাবক বাঘিনীর দেহ উদ্ধার

By

Published : May 9, 2021, 2:04 PM IST

রাজস্থান, 9মে : রাজস্থানের সবাই মাধোপুর এলাকার রনথাম্বোর ন্যাশানাল পার্কে মিলল এক মহিলা বাঘের মৃতদেহ ৷ বন দফতরের তরফে জানানো হয়েছে, ন্যাশানাল পার্কের তামাখান এলাকা থেকে ওই বাঘের মৃতদেহ উদ্ধার হয় ৷ তবে ঠিক কী কারণে এই বাঘিনীর মৃত্যু হয়েছে তা পরিষ্কার করে বলতে পারেনি ন্যাশানাল পার্ক কর্তৃপক্ষ ৷ বাঘিনীটিকে বিষ দেওয়া হয়েছে নাকি কোনও শিকারির কবলে পড়ে তার মৃত্যু হয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বন দফতর ৷

বন দফতর সূত্রের খবর, টি-102 অ্যারোহেড নামের বাঘিনী গত বছর 4টি শাবকের জন্ম দিয়েছিল ৷ তার মধ্যেই একটি মহিলা শাবকের মৃত্যু হয়েছে তামাখনি এলাকায় ৷

তবে আশঙ্কা করা হচ্ছে, এলাকা দখলের (টেরিটোরিয়াল ফাইট) লড়াইয়েও প্রাণ যেতে পারে এই শাবক বাঘিনীর ৷ শাবকটির মৃতদেহ উদ্ধার করে রাজবাগ নাকায় নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে বাঘিনীর ময়নাতদন্ত করার পর মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আসবে ৷

সহায়ক উপ বনসংরক্ষক রাজীব শর্মা বলেন, "রণথাম্বোর ন্যাশানল পার্কে একটি শাবক বাঘিনীর দেহ উদ্ধার হয়েছে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য রাজবাগ নাকায় পাঠানো হয়েছে ৷ সেখানে বন কর্তাদের উপস্থিতিতে শাবকটির ময়নাতদন্তের পর চিকিৎসকদের একটি দল তার রিপোর্ট তৈরি করবে ৷"

আরও পড়ুন :দেশে দৈনিক করোনা সংক্রমণ ফের 4 লাখের উপরে, মৃত আরও 4092

ABOUT THE AUTHOR

...view details