গুনা, 24 অগস্ট : শিউরে ওঠার মতো দৃশ্য ৷ গাছের সঙ্গে মৃতদেহ বেঁধে ঝোলাচ্ছেন গ্রামবাসীরা ৷ সেই দৃশ্য দেখতে ভিড় জমে গিয়েছে ৷ মধ্যপ্রদেশের গুনা দেলার কুম্ভরাজ থানার অন্তর্গত যোগীপুরা গ্রামের ঘটনা ৷ কিন্তু কেন এমন কাণ্ড ?
নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় যোগীপুরা গ্রামের ভবরলাল নামে এক ব্যক্তির ৷ এরপর মৃত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টায় নামে গ্রামবাসীরা ৷ গ্রামের কেউ একজন মৃতদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে দোলানোর পরামর্শ দেয় ৷ এতে নাকি মৃত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ফিরে আসবে ৷ ঠিক সেভাবেই মৃতদেহ উল্টে গাছে ঝুলিয়ে জোরে জোরে দোলানো হয় ৷ গ্রামবাসীদের বিশ্বাস, এতে ডুবে যাওয়া মৃতদেহের দেহে প্রাণের সঞ্চার হবে ৷ পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে ৷