থানে (মহারাষ্ট্র), 2 সেপ্টেম্বর: বাড়ি থেকে শিবসেনা নেতার ভাই ও তাঁর স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ৷ পুলিশের অনুমান তাঁদের গুলি করে খুন করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের কালওয়া থানায় ৷ শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ এই ঘটনাটির কথা জানা যায়। প্রতিবেশীরা পুলিশকে খবর দেন ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোে হয়েছে ৷ ঘটনার তদন্ত করছে কালওয়া থানার পুলিশ ।
জানা গিয়েছে, মৃতের নাম দিলীপ সালভি ৷ দাদা গণেশ সালভি থানের শিবসেনার শিন্ডে গোষ্ঠীর নেতা এবং প্রাক্তন ডেপুটি মেয়র ৷ দিলীপ শুক্রবার রাতে নিজের বাড়িতে স্ত্রীর সঙ্গে ছিলেন। সেসময় হঠাৎ গুলির শব্দে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলির শব্দ শুনেই স্থানীয়রা দিলীপের বাড়িতে ছুটে আসেন ৷ এসে তাঁরা দেখতে পান, স্বামী এবং স্ত্রী দু'জনেই রক্তাক্ত অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দেহগুলি নিয়ে যায় ৷ দিলীপ সালভির এক ছেলে, মেয়ে ও জামাই রয়েছেন বলে পুলিশ জানিয়েছে ৷