পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

COVID Variant Omicron: ওমিক্রন নিয়ে তটস্থ দিল্লি, কড়া নজরে বিদেশিরা - Foreign Travellers in India

সম্প্রতি দক্ষিণ আফ্রিকাতেই করোনার নতুন রূপ ওমিক্রন, বিজ্ঞানসম্মত নাম বি.1.1.529-এর (COVID Variant B. 1.1.529) অস্তিত্ব ধরা পড়ে । 32 বার বিবর্তিত হয়ে সেটি ডেল্টার চেয়েও ভয়ঙ্কর আকার ধারণ করেছে বলে দাবি বিজ্ঞানীদের । এমনকি সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়ে থাকলেও, ওমিক্রনের হাত থেকে রক্ষা নেই বলে সতর্ক করেছেন তাঁরা ।

RT PCR Test, quarantine and genome sequencing mandatory in delhi amid COVID Variant Omicron scare
ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকদের জন্য বজ্রআঁটুনি ।

By

Published : Nov 29, 2021, 5:26 PM IST

নয়াদিল্লি, 29 নভেম্বর: ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে উদ্বেগের মধ্যে ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকদের জন্য আরও আরও কড়া বিধিনিয়ম চালু হল দিল্লিতে । এর আওতায়, যে সব দেশে করোনার নয়া রূপের (New Variant of Corona virus) সংক্রমণ ধরা পড়েছে, সেখান থেকে আসা নাগরিকদের আরটি-পিসিআর পরীক্ষা, রিপোর্ট পজিটিভ হলে জিনোম সিকোয়েন্সিং এবং নিভৃতবাস বাধ্যতামূলক করা হয়েছে ।

ওমিক্রন নিয়ে শনিবারই জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi COVID Meeting) । তার পর রবিবার আলাদা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা, নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ভিকে পল-সহ অন্যান্য আমলা-আধিকারিকরা । সেখানেই ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত যাত্রীদের জন্য কী কী বিধিনিয়ম আনা যেতে পারে, সেই নিয়ে আলোচনা হয় ।

তারপরই সোমবার দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (ডিডিএমএ) (Delhi Disaster Management Authority) সোমবার বিদেশি নাগরিকদের জন্য বিধিনিয়মের তালিকা প্রকাশ করে । অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক এবং বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সামঞ্জস্য রেখে যত শীঘ্র সম্ভব বিধিনিয়ম চালু করতে বলা হয়েছে দিল্লির মুখ্যসচিব বিজয়কুমার দেবকে ।

আরও পড়ুন:India Issues New Travel Guideline : ওমিক্রন আতঙ্কে বিদেশি যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের নেতৃত্বেই ডিডিএমএ-র বৈঠক বসে । বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে বিশদে আলোচনা হয় । দ্রুত পরীক্ষা, নজরদারি, চিকিৎসা এবং নিভৃতবাসের ব্যবস্থা করায় জোর দেন বৈজল । বিমানবন্দরগুলিতে ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা নাগরিকদের 100 শতাংশ আরটি-পিসিআর সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি । হাসপাতালে শয্যার যাতে কোনও অভাব না হয়, ওষুধ এবং অক্সিজেন সরবরাহে যাতে কোনও ঘাটতি দেখা না দেয়, তা সুনিশ্চিত করতে বলা হয়েছে দিল্লির স্বাস্থ্য দফতরকে । টিকাকরণের গতিও বাড়াতে বলা হয়েছে ।

এ দিন ওমিক্রন ঘিরে উদ্বেগ নিয়ে আলাদা করে সাংবাদিক বৈঠক করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। তিনি জানান, এ নিয়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক হয়েছে তাঁর । প্রস্তুতিতে কোথাও কোনও ঘাটতি রাখা চলবে না । সিসোদিয়া জানিয়েছেন, কোভিডের দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা বিয়ে দিল্লি সরকার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে । সব হাসপাতালকে সতর্ক করে দেওয়া হয়েছে আগেভাগেই । ডেঙ্গির জন্য সংরক্ষিত শয্যাগুলিকেও কোভিডের অন্তর্ভুক্ত করা হয়েছে ।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকাতেই করোনার নতুন রূপ ওমিক্রন, বিজ্ঞানসম্মত নাম বি.1.1.529-এর (COVID Variant B. 1.1.529) অস্তিত্ব ধরা পড়ে । 32 বার বিবর্তিত হয়ে সেটি ডেল্টার চেয়েও ভয়ঙ্কর আকার ধারণ করেছে বলে দাবি বিজ্ঞাবীদের । এমনকি সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়ে থাকলেও, ওমিক্রনের হাত থেকে রক্ষা নেই বলে সতর্ক করেছেন তাঁরা । তাতেই আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র ।

আরও পড়ুন:COVID Omicron Variant : চোখ রাঙাচ্ছে ওমিক্রন, আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কেন্দ্র

ওনমিক্রন সংক্রমণের হদিশ পাওয়া দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা এবং হংকং তো বটেই, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, ব্রাজিল, বাংলাদেশ, চিন, মরিসাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর এবং ইজরায়েল— মোট 16টি দেশকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে ভারত । সেখান থেকে আসা যাত্রীদের নিয়ে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ।

ABOUT THE AUTHOR

...view details