পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ডিডিসি নির্বাচন জম্মু-কাশ্মীরে নতুন অধ্যায়ের সূচনা করেছে : মোদি - DDC Poll

প্রধানমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীরের ডিডিসি-এর নির্বাচনে প্রার্থীরা তাঁদের কাজের জন্য জিতেছেন। জয়ীরা তাঁদের নামের জন্য জেতেননি। একই সঙ্গে তিনি যোগ করেন যে জম্মু ও কাশ্মীরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার।

ddc-polls-have-written-new-chapter-in-jammu-and-kashmir-pm-modi
ডিডিসি নির্বাচন জম্মু-কাশ্মীরে নতুন অধ্যায়ের সূচনা করেছে : মোদি

By

Published : Dec 26, 2020, 4:26 PM IST

Updated : Dec 26, 2020, 5:12 PM IST

দিল্লি, 26 ডিসেম্বর:জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ বা ডিডিসি-এর নির্বাচন ওই অঞ্চলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে। শনিবার এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, স্বচ্ছতার সঙ্গে নির্বাচন হয়েছে এবং মানুষ উৎসাহের সঙ্গে নির্বাচনে যোগ দিয়েছেন। এটা ভারতের জন্য গৌরবের।

এদিন জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের জন্য আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্গত 'সেহত'-এর ঘোষণা করেন মোদি। এর ফলে সেখানকার 21 লক্ষ মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বছরে বিনামূল্যে চিকিৎসা পাবেন। এদিন মোদি দুজন উপভোক্তার সঙ্গেও কথাও বলেন। তাই এই দিনটিকে জম্মু ও কাশ্মীরের জন্য ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী।

ওই ভার্চুয়াল অনুষ্ঠান থেকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন না করানোর অভিযোগ তুলেছেন। এই বিষয়ে সমালোচনা করেছেন কংগ্রেসের। কারণ, কংগ্রেস সেখানে ক্ষমতায় রয়েছে। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশের এক বছরের মধ্যেই জম্মু ও কাশ্মীরে আঞ্চলিক নির্বাচন সম্পন্ন করে ফেলার ঘটনাকে তিনি উল্লেখযোগ্য বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুন:দিল্লির কিছু মানুষ রোজ আমাকে গণতন্ত্র শেখানোর চেষ্টা করে : মোদি

প্রধানমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীরের ডিডিসি-এর নির্বাচনে প্রার্থীরা তাঁদের কাজের জন্য জিতেছেন। জয়ীরা তাঁদের নামের জন্য জেতেননি। একই সঙ্গে তিনি যোগ করেন যে জম্মু ও কাশ্মীরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে তিনি বিরোধীদের খোঁচাও দিয়েছেন। তাঁর অভিযোগ, জম্মু ও কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের সীমান্ত এলাকায় উন্নয়নে নজর না দিয়ে এর আগে দেশে যাঁরা দশকের পর দশক ক্ষমতায় ছিলেন, তাঁরা ভুল করেছেন। কিন্তু সেই ভুল তাঁর সরকার শুধরে নিয়েছে বলে মোদীর দাবি।

Last Updated : Dec 26, 2020, 5:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details